May 19, 2022
Friday, 15 April 2022 04:09

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি

দৈনিক নবীগঞ্জের ডাক 

নবীগঞ্জে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৪টায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পৌর এলাকার তিমিরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী নবীগঞ্জ উপজেলার গয়াহরি গ্রামের মৃত সুনিল দেবর পুত্র সুবিনয় দেব (২৩)।স্থানীয় সূত্রে জানা যায়, তিমিরপুর নামক স্থানে হবিগঞ্জ রোড থেকে আশা বাস সাথে হবিগঞ্জ যাওয়ার পথে সুবিনয় দেবের সাইকেল সরাসরি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হাসপাতালে যাওয়ার পথে প্রাণ হারান।নিহত সুবিনয় দেব নবীগঞ্জে উপজেলার মোবাইল কাভার এক্সসরিজ কর্মরত ছিলেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন মোবাইল কাভার এক্সসরিজ স্বত্বাধিকারী ফয়সল আহমেদ।দুর্ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে আসেন।

Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular