March 23, 2023
Saturday, 12 November 2022 05:31

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

✍ নিজেস্ব প্রতিনিধিঃ
নবীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার শেষ পৃষ্ঠায় নবীগঞ্জে দালালের ফাদে পরে স্বপ্নের দেশ আমেকিরা যাওয়া হলো না কুতুব উদ্দিনের শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ন মিথ্যা বানোয়াট বটে। সে মিথ্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে  সমাজে ও দেশ বিদেশে আমার মান হানি করেছে। আমি তার বিরোদ্ধে আইনিন ব্যবস্থা গ্রহন করবো। সংবাদে বলেছে আমাকে সে ৪ লক্ষ টাকা  দিয়েছে যা সম্পূর্ন মিথ্যা আসলে সে আমাকে কোন টাকাই দেই নাই।সে আমাদের গ্রামের পাশ্ববর্তী  গ্রামের আমি এবং আমার ভাই আমেরিকা থেকে দেশে আসার পর আমাদের কাছে জানতে চায় আমরা কিভাবে আমেরিকা গিয়েছিলাম। আমি তাকে বিস্তারিত  সবকিছু বলি। যার পাসপোর্টে ৩/৪টি দেশের ভ্রমন ভিসার সীল আছে  সে আমেরিকা জন্য ভিসা আবেদন করতে পারবে।  আমার কথা শুনে সে আমেরিকা যাওয়ার আশায় কোন দেশ ভ্রমন না করেই  আমার সাথে যোগোযোগ এর মাধ্যমে তার পাসপোর্টে জাল ভিসা সীল দিয়ে আমেরিকার ভিসার আবেদন করে। আমেরিকার এ্যাম্বেসিতে  ইন্টাভিউ দেয়ার সময় তার জাল ভিসার সীল ধরা পড়ে। এতে সে বেশ কিছুদিন হাজত বাস করে। তাকে ঢাকায় ও জেল থেকে বাহির করতে আমি তাকে  সব ধরেন সাহায্য  সহযোগিতা করেছি। এখন আমাদের এলাকার  কিছু লোকজনের ইশারায় সে আমাকে এবং আমার ছোট ভাইকে ফাসাতে এই ঘটনার অনেকদিন পর  ষড়যন্ত্র করছে। আমি এই মিথ্যা সংবাদের প্রতিবাদ করছি। এবং খুব দ্রুতই আমি আইনের আশ্রয় নিব ।
 
মোঃ সবুজ মিয়া 
Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular

abc

Mar 04, 2023 35 সংবাদ