Sunday, 26 April 2020 03:42

চুনারুঘাটে করোনা আক্রান্ত শিশু সিলেটের হাসপাতালের আইসোলেশন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে Featured

✍ হবিগঞ্জ প্রতিনিধিঃ

করোনা আক্রান্ত হয়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট অফিসের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাঁচ বছরের এ শিশুটি দীর্ঘদিন থেকে লিভারের সমস্যায় ভুগছিল। ইতোমধ্যে সিলেট ও ঢাকার বিভিন্ন হাসপাতালে শিশুটির চিকিৎসা করানো হয়েছে। সর্বশেষ শিশুটির শরীরে করোনাভাইরাসে আক্রান্ত ধরা পড়ে। শুনিবার বিকেলে শিশুটিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা সে মারা যায়। এর আগে শনিবার (২৫ এপ্রিল) ভোরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ সদর উপজেলার হরি রামপুর গ্রামের এক সিএনজি চালকের মৃত্যু হয়। এদিকে, শনিবার (২৫ এপ্রিল) হবিগঞ্জে নতুন করে আরও ২০ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে এক চিকিৎসক ও দুই নার্সসহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ১১ জন স্বাস্থ্যকর্মী ছিলেন। এছাড়াও জেলা প্রশাসনের দুই ম্যাজিস্ট্রেটসহ চারজনে রয়েছেন।

Read 532 times
Rate this item
(1 Vote)
Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular