Monday, 27 July 2020 06:15

মাছ ধরার জালে আটকে গেল বিশাল অজগর

✍ নবীগঞ্জের ডাক অনলাইন ডেস্ক:

মাছ ধরার জালে আটকে গেল বিশাল অজগর। ভারতের জলপাইগুঁড়ির করোলা নদীর কিংসাহেব ঘাটে মাছ ধরার জালে আটকে যায় অজগরটি। কিংসাহেব ঘাট এলাকার বাসিন্দারা রাতে নদী থেকে মাছ ধরার জন্য জাল পেতে রাখার পর সকালে তুলতেই দেখা যায়, বিরাট অজগর আটকে গেছে জালে।এ ঘটনায় আতঙ্কিত হয়ে যান সাধারণ বাসিন্দারা। দীর্ঘক্ষণ পর সাপটিকে জাল থেকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। কিভাবে ওই অজগর মাছ ধরার জালে আটকে পড়েছিল সেটা খতিয়ে দেখছে বন দপ্তর। সাপটি অসুস্থ ছিল বলে ধারণা করছেন বন কর্মকর্তারা। জলপাইগুঁড়ি শহরে আগেও এ ধরনের অজগর পাওয়া গেছে। এবার মাছ ধরার জালে অজগর আটকানোর জেরে আতঙ্কে আছেন জলপাইগুঁড়ির বাসিন্দারা। ওই নদীর পানিতে বিষ ছড়িয়েছে কি না সেটাও পরীক্ষা করে দেখা হচ্ছে। নদীর পানিতে যেসব মাছ আছে সেই মাছগুলোরও পরীক্ষা করা হবে।

Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular
X

দুঃখিত !

ওয়েব সাইটে এই অপশন নাই।