Wednesday, 30 September 2020 09:15

আজও সৌদি প্রবাসীদের টিকিটের জন্য ভিড়

✍ অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসের কারণে দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীদের ফিরে যাওয়ার টিকিটের জন্য আজও ভিড় করতে দেখা গেছে। অপেক্ষারত অনেকেই জানান তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখনও তারা  টিকিট পাচ্ছেন না।আজ বুধবার সকাল থেকেই রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অবস্থিত সোনারগাঁ হোটেলের সামনে সৌদি প্রবাসীদের টিকিটের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা দেখা যায়।ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনও তারা  টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ অনেকের। আবার কারো কারো ভিসার মেয়াদ থাকলেও এখনও টিকিট না পাওয়ায় সৌদি ফেরার বিষয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে। এছাড়া টোকেন পেলেও টিকিটের জন্য সিরিয়াল পাননি অনেকে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন তারা।

Last modified on Wednesday, 30 September 2020 09:17
Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular
X

দুঃখিত !

ওয়েব সাইটে এই অপশন নাই।