Wednesday, 09 December 2020 08:24

ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

✍ নবীগঞ্জের ডাক অনলাইন ডেস্ক:

ফ্রান্সে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আল্পস পর্বতে বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টারে ছয়জন আরোহী ছিলেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ মঙ্গলবার এক টুইট বার্তায় এই তথ্য জানান।

হেলিকপ্টারটি স্যাভো এলাকার বোনভিলার্ড শহরে বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। অনেকে বলছেন, খারাপ আবহাওয়ার জন্য এ ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি থেকে বের হতে সক্ষম হয়েছেন এর পাইলট। তিনি গুরুতর আহত হয়েছেন। ওই হেলিকপ্টারটি সার্ভিস এরিয়েন ফ্রেঞ্চ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের।

এই ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

ইউরোকপ্টার ইসি১৩৫ উদ্ধারকারী সদস্যদের একটি প্রশিক্ষণে নিয়ে যাচ্ছিল। হেলিকপ্টারটিতে দুর্ঘটনার সময় দু’জন পাইলট ছিলেন। এদের মধ্যে একজন প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন। বাকি চারজনের মধ্যে দু’জন উইঞ্চ অপারেটর এবং অন্য দু’জন পাহাড়ি এলাকার উদ্ধারকর্মী।

Rate this item
(0 votes)
Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular