সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় এক মোতাওয়াল্লিকে অপহরণের ঘটনায় কথিত এক সাংবাদিককে আসামী করে আদালতে একটি অপহরণের মামলা করেন ঐ মোতাওয়াল্লি। আদালত মামলার অভিযোগ আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দেন(সিলেট ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে)। এই মামলার কর্মকর্তা(আইও)এসআই ফজলে আজিম পাটোয়ারীর উপর দায়িত্ব পড়ে।তিনি মামলাটির অনুসন্ধান চালিয়ে দীর্ঘ ৪মাস পর আদালতে এই কথিত সাংবাদিককে অব্যাহতি দিয়ে দুই পুলিশ সদস্য ও অন্য এক মোতাওয়াল্লিকে অভিযুক্ত করে ৩জনের বিরুদ্ধে ফাইনাল চার্জশীট প্রতিবেদন দাখিল করেন। আদালত এই মামলার শুনানির দিন ধার্য্য করেন ৪সেপ্টেম্বর(আজ থেকে ৯দিন পর)। কিন্তু অভিযুক্ত ২ পুলিশের মধ্যে ২০১৫ইং সনে সিলেটের কথোয়ালি থানায় ছিনতাইয়ের মামলায় বরখাস্তকৃত হয়। বর্তমানে এই পুলিশ সদস্য শরিফ পলাতক রয়েছে। চার্জশীটে অভিযুক্ত অন্য পুলিশ সদস্য হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় কর্মরত রয়েছেন। মামলার এজাহারের পর থেকে মামলার সকল নথিপত্র পর্যালোচনা ও মামলার আইওর বক্তব্যসহ পর্যালোচনা করে এসব তথ্য অনুসন্ধানে পাওয়া যায়। জানাযায়,সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় নিজ বাড়ি থেকে অপহরণ চেষ্টার সঙ্গে দুই পুলিশ কনস্টেবল জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এখানেই শেষ নয়,ওই ঘটনায় আরও দুজনকে আসামি করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর ওই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। বাদীর দায়ের করা সিআর মামলা তদন্ত করে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিলেটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।১১ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে তেমনই এক অনুসন্ধান প্রতিবেদন পাঠিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ ফজলে আজিম পাটোয়ারী। তদন্ত প্রতিবেদন সূত্র মতে,ঘটনার মূল পরিকল্পনাকারী দক্ষিণ সুরমা উপজেলার বেতসুন্দি ফকিরেরগাঁও গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে আব্দুস শহিদ (৩৬)। এছাড়া দুই পুলিশ সদস্যের একজন বর্তমানে হবিগঞ্জ জেলা পুলিশে কর্মরত ও অপরজন একটি ছিনতাই মামলায় বরখাস্ত হয়ে বর্তমানে পলাতক রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে,মোতাওয়াল্লি ও তার প্রতিপক্ষ আব্দুস শহীদের মধ্যে গ্রামের পার্শ্ববর্তী (ঢাকা-সিলেট মহাসড়কে)শাহ আব্দুর রহিম(র.) মাজার পরিচালনা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।আর মোতাওয়াল্লি ওই মাজার পরিচালনা কমিটিরও সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এ নিয়ে উভয় পক্ষে মামলাও রয়েছে। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ডিবি পরিচয়ে মোতাওয়াল্লি নিজাম উদ্দিনকে বাড়ি থেকে অপহরণের চেষ্টা করা হয়।ঘটনার দিন রাতে হত্যার উদ্দেশ্যে তাকে ঘর থেকে বের করে অপহরণকারীদের সঙ্গে থাকা নোহা (সিলেট-ছ-১১-০৫৩৫)গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়।এ ঘটনার ৫দিন পর(গত ১মার্চ) বাড়ির সিসিটিভির ফুটেজসহ সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি ৩য় আদালতে অপহরণ চেষ্টা মামলা দায়ের করেন (সিআর মামলা নং ৪৪/২১ইং)। মামলায় অভিযুক্ত করেন পার্শ্ববর্তী মোগলাবাজার থানার গঙ্গারচর (আলমপুর) গ্রামের দিলোয়ার হোসেনের ছেলে কথিত সাংবাদিক নিজামুল হক লিটনকে (৩৫)। ওইদিন শুনানি শেষে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিলেট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে। তবে,মামলায় কেবল লিটনকে অভিযুক্ত করা হলেও পিবিআই’র তদন্ত কর্মকর্তা এসআই শাহ ফজলে আজিম পাটোয়ারীর দীর্ঘ তদন্তে বেরিয়ে আসে ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সিলেটের দুই পুলিশ সদস্যও।আর এ ঘটনার মূল পরিকল্পনায় ছিলেন মোতাওয়াল্লির প্রতিপক্ষ আব্দুস শহীদ।ওই ৪ জনকে অভিযুক্ত করে গত ১১ আগস্ট তিনি সিলেট আদালতে চূড়ান্ত অনুসন্ধানী তদন্ত প্রতিবেদন দাখিল করেন, (প্রতিবেদন স্মারক নং-পিবিআই/সিলেট জেলা/২৩১৩)। অভিযুক্ত দুই পুলিশ সদস্যের একজন হলেন-কনস্টেবল (ভিপি ৮৪০৩০৯২৯৫৭) শরীফ রানা(৩৭)। সিলেট জেলা পুলিশে কর্মরত থাকা অবস্থায় তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় ছিনতাই মামলা থাকায় ২০১৫ সালে পুলিশ থেকে তাকে বরখাস্ত করা হয়,(মামলা নং-১১)। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ব্রম্মণহাতা গ্রামের হেফজুল বারীর ছেলে শরীফ বর্তমানে পলাতক রয়েছেন। আর অভিযুক্ত অপর পুলিশ কনস্টেবল (ভিপি নং ৯০১১১২৬৩৫৬) হলেন সিরাজুল ইসলাম (৩০)। ঘটনার সময় তিনি সিলেট জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশে কর্মরত ছিলেন।বর্তমানে সে বানিয়াচং থানায় কর্মরত।অভিযুক্ত সিরাজুল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার কাছিরগাতি গ্রামের ফজলুল হকের ছেলে।পিবিআইর তদন্ত কর্মকর্তা এসআই শাহ ফজলে আজিম পাটোয়ারী বলেন,বাদী তার মামলায় একজনের নাম উল্লেখ করেছে। কিন্তু আমরা সিসি টিভির ফুটেজ দেখে ও তদন্ত করে গাড়ির চালকের কাছ থেকে তথ্য পেয়ে বাকি আসামিদের শনাক্ত করেছি।তদন্তকালীন সময়ে এজাহার নামীয় একমাত্র আসামি লিটন মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেই।আর অনুসন্ধান শেষে বাকি তিনজনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করি।
May 17, 2022 43 নবীগঞ্জের সংবাদ
Apr 29, 2022 96 নবীগঞ্জের সংবাদ
Apr 22, 2022 152 নবীগঞ্জের সংবাদ
Apr 21, 2022 116 নবীগঞ্জের সংবাদ
Apr 19, 2022 142 নবীগঞ্জের সংবাদ
Apr 15, 2022 215 নবীগঞ্জের সংবাদ
Apr 01, 2022 215 নবীগঞ্জের সংবাদ
Mar 20, 2022 267 নবীগঞ্জের সংবাদ
Mar 20, 2022 185 নবীগঞ্জের সংবাদ
Mar 17, 2022 209 নবীগঞ্জের সংবাদ
Mar 16, 2022 184 নবীগঞ্জের সংবাদ
Mar 15, 2022 178 নবীগঞ্জের সংবাদ
Aug 24, 2019 1674 নবীগঞ্জের সংবাদ
Apr 14, 2020 1281 নবীগঞ্জের সংবাদ
Apr 20, 2020 973 নবীগঞ্জের সংবাদ
May 06, 2020 1067 নবীগঞ্জের সংবাদ
Sep 25, 2019 1164 সংবাদ
Apr 25, 2020 1105 মতামত
Apr 27, 2020 1069 নবীগঞ্জের সংবাদ
Sep 25, 2019 1278 নবীগঞ্জের সংবাদ
Oct 23, 2019 1097 নবীগঞ্জের সংবাদ