March 23, 2023
নবীগঞ্জ ইউকে আইসিটি ইন্সটিটিউটের পক্ষ থেকে ৬৩ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ ইউকে আইসিটি ইন্সটিটিউটের ভবনে সনদপত্র বিতরণ করা হয়। ইন্সটিটিউটের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তোফাজ্জল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ইন্সটিটিউটের অধ্যক্ষ ফয়সল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফয়জুল হক চৌধুরী সেলিম। প্রধান আকর্ষণ নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মাহতাব মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাস্টি মোঃ আলী হায়দার, ট্রাস্টের সদস্য দিলাল চৌধুরী, ও অত্র ইন্সটিটিউট ব্যবস্হাপনা কমিটির সদস্য অধ্যাপক রেজাউল আলম, মনসুর খান ও ইন্সট্রাক্টর পলি জামান চৌধুরী, সাহেদুর রহমান রাজু ও অমলেন্দু দাশ ও প্রমুখ। অনুষ্ঠানে শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা নবীগঞ্জ ইউকে আইসিটি ইন্সটিটিউট সেশন - (জানুয়ারি - জুনও এপ্রিল- জুন ২০২২) এর ৬৩ শিক্ষাথীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। ইতিপূর্বে নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট  ইউকের চেয়ারম্যান ও নর্থ ইস্ট  রিজিওনের বাংলাদেশ চেম্বার  অফ কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ(বিবিসিসিআই)  ইউকের প্রেসিডেন্ট মাহতাব মিয়া তিনি  ফেডারেশন অফ বাংলাদেশে চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)- বাংলাদেশের শীর্ষ বাণিজ্য সংস্থা ১১-১৩ মার্চ, ২০২৩ তারিখে তার প্রতিষ্ঠার ৫০ তম বার্ষিকী উদযাপনে অংশ গ্রহন করেন। এছাড়া নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব মিয়া  "বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩" শিরোনামে একটি আন্তর্জাতিক বিজনেস অনুষ্টানেও উপস্থিত ছিলেন।একই বিষয়ের উপর তিনি দেশের জনপ্রিয় টিভি চ্যানেলের টক শোতে অংশ নিয়েছেন। 
দেশের শীর্ষ পর্যায়ের  জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ এর নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি হলেন নবীগঞ্জের কৃতিসন্তান তরুণ গণমাধ্যমকর্মী সাগর আহমেদ । গত  ০১ ফেব্রুয়ারি ২০২৩ইং তারিখ রোজ বুধবার  জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ এর প্রধান কার্যালয়ে সম্পাদক ও প্রকাশ মোঃ সাইদুল ইসলামের কাছ থেকে নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপত্র ও পরিচয়পত্র গ্রহন করেন সাগর আহমেদ। এ সময় সম্পাদক ও প্রকাশ  মোঃ সাইদুল ইসলামের বলেন, যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, ভূমিকা রাখতে হবে তরুন সংবাদকমীদের ।তরুণ সাংবাদিকেরাই তুলে নিয়ে আসবে ঘটনার অন্তরালের মূল ঘটনা।এসময় তিনি আরো বলেন,নবীগঞ্জ  প্রতিনিধি  সাগর আহমেদ কে  সাংবাদিক, রাজনৈতিক,সাংস্কৃতিক, প্রশাসনিকসহ  সকলকে নির্ভিক দায়িত্ব পালনে তথ্য দিয়ে সাবিক সহযোগিতা করার জন্য আহ্বান জানান ।  সাগর আহমেদ  জাতীয় দৈনিক দেশকাল , ঢাকা রিপোর্ট২৪, কিউ টিভি বাংলা,স্হানীয় দৈনিক বিজয়ের প্রতিধ্বনি নবীগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও দেশের প্রথম সারির বিভিন্ন জাতীয়, প্রিন্ট  ও আইপিটিভি,অনলাইনে দায়িত্ব পালন করে আসছেন এই তরুণ সাংবাদিক।বিগত ২০১৭ সাল থেকে গণমাধ্যমে সক্রীয় হওয়া এই তরুণ সাংবাদিক স্থানীয় পর্যায়ে কাজ করেছেন বিভিন্ন গণমাধ্যমে।  এরপর থেকে বিভিন্ন গণমাধ্যমে সময় দিয়েছেন সমানতালে। বর্তমানে তিনি জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় দায়িত্ব পালন করছেন। বুধবার (০১ ফেব্রুয়ারি) জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশ সাইদুল ইসলামের স্বাক্ষরিত পরিচয়পত্র হস্তান্তরের মাধ্যমে সাগর আহমেদকে নবীগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কর্মস্থলে যোগ দিয়ে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন  সম্পাদক ও প্রকাশ সাইদুল ইসলাম ও জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার পরিবার ও হবিগঞ্জের অসংখ্য পাঠক, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি। পাশাপাশি সহযোগিতা চেয়েছেন সাংবাদিক, রাজনৈতিক,সাংস্কৃতিক, প্রশাসনিকসহ  সকল শ্রেণী পেশার মানুষের প্রতি ।যাতে করে নির্ভিক দায়ীত্ব পালনে করতে পারেন।

নবীগঞ্জ উপজেলার হালিতলা বারৈকান্দি গ্রামে পর্ব বিরোধের জের ধরে শুক্রবার বিকেলে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। স্থানীয় লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন ও বাকীদের ভর্তি এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।স্থানীয় সুত্রে জানাযায়, প্রায় ২০/২৫ দিন পুর্বে উক্ত গ্রামে মিনি ফুটবল খেলায় দু’ দলে সংঘর্ষের ঘটনা ঘটে। এক গ্রæপে নেতৃত্ব দেন ওই গ্রামের ইসলাম উদ্দিন, মজমদর আলী, মাতাব আলী ও মৃত নসর উদ্দিনের ছেলে খালেদ মিয়া। অপর গ্রæপে নেতৃত্ব দেন আজিম উদ্দিন, আছকান মিয়া ও হারুন মিয়া। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানসহ মুরুব্বীয়ান শালিসের উদ্যোগ নেন। পরবর্তীতে মৃত খালেদ মিয়া তা প্রত্যাখান করে। এ ঘটনাকে কেন্দ্র করে খালেদ মিয়ার গোষ্টির লোকজন প্রতিপক্ষের সাথে দাঙ্গা হাঙ্গামার পরিকল্পনা করে দেশীয় অস্ত্র তৈরী করে। এছাড়া তার বলয়ে শক্তি বৃদ্ধির লক্ষ্যে উক্ত গ্রামের আব্দাল মিয়ার ছেলের সাথে খালেদ মিয়ার চাচাতো ভাই ওয়াদুদ মিয়ার মেয়ে বিবাহ দেয়া হয়। ফলে পুর্ব পরিকল্পিতভাবে খালেদ গোষ্টির সাথে আব্দাল মিয়া  মিরাশ মিয়ার গোষ্টি যোগ দিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জুম্মার নামাজ শেষ হওয়ার সাথে সাথে লাটিসোটা নিয়ে প্রতিপক্ষের উপর হামলা করলে সংঘর্ষের সুত্রপাত ঘটে। ফলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহতরা হলেন আজাদ মিয়া (৩২), জাকারিয়া (২৪), সাজু আহমদ (২২), সুমতি বেগম (৩৫), রাজন (১৯), সুমন (৩০), রোমান আহমদ (২৬),জীবন মিয়া (২০), জুলেখা বেগম (২০), বোরহান উদ্দিন (৩৩), আসমান (২৩), খালেদ মিয়া (৩৫), মুদ্দত আলী (৩৮), সুমন আহমেদ (২৩), সোহাগ আহমেদ (৩২), রাজীব মিয়া (২৬), হেলাল মিয়া (৩৩), নজরুল (৪০), আক্কল মিয়া (২৭), নানু মিয়া (২০), কমলা মিয়া (২২), দুলাল মিয়া (২৪),সাদেক মিয়া (৩২), রুহেল মিয়া (২২), কামরুল হক (২৪), বাবুল মিয়া (২৩), সোলেমান (২০), আলী হোসেন (৩৩), দরাজ মিয়া (২৪), আঃ রহমান (৩৪), আবুল মিয়া (৪৫), মইনুল হক (২৫), আলতাব উদ্দিন (৫৫), আইনুল হক (৩২), সাইদী মিয়া (২২), মনছুর মিয়া (২৭), সোহেল মিয়া (৩৩), সোয়াইবুর রহমান (২৪), স্বপন মিয়া (২২)। আহতদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকীদের ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়েছে। উল্লেখ্য, মৃত নসর উদ্দিনের ছেলে খালেদ মিয়া এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। ইতিমধ্যে ইয়াবাসহ গ্রেফতার হয়ে হাজতবাস করে জামিনে মুক্তি পায়। তার দাফটে এলাকার লোকজন আতংকিত। এছাড়া তৃতীয় একটি অপশক্তির উক্ত দাঙ্গা হাঙ্গামার পিছনে হাত রয়েছে। খবর পেয়ে থানার ওসি মোহাম্মদ ডালিম আহমদ এর নেতৃত্বে একদল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষের খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক ও সাবেক প্যানেল মেয়র-১ এটিএম সালাম ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত থাকার আহŸান জানান।

Saturday, 04 March 2023 00:23

abc

গত নির্বাচনে ২৫০ লক্ষ ভোটের ব্যবধানে নির্বাচিত মোতাহার হুসেন নিজেকে অপ্রতিদ্বন্দী এবং সর্বজনগ্রাহ্য অবিসংবাদিত নেতা
হিসাবে জানান দিতে সংসদে দাবি করলেন "এরশাদও তার কাছে জামানত হারিয়েছেন "। কাজী ফিরোজ রশিদ সংসদ ফ্লোরে
মাইক ছাড়াই উষ্মা প্রকাশ করলেন এই বলে "তুমি কোন বীরবিক্রম আসলা যে, জেলে থেকে ৫ সিটে পাশ করে আসা এরশাদকে
ফেল করাইয়া দিলা!"
মোতাহার হুসেন কর্তৃক এরশাদের জামানত বাজেয়াপ্তের দাবি সংসদের রেকোর্ড বুক থেকে এক্সপাঞ্জ করা হবে বলে স্পিকার রুলিং দিলেন .
ফুলফুটুক আর না ফুটুক ফাগুন মানেই বসন্ত, কাজী ফিরুজ রশিদের ভালো লাগুক আর না লাগুক ২০১৪ এর নির্বাচনের
এম.পি.র মানেই , ইসির বুকে জমা থাকা " মোতাহার হুসেনের কাছে এরশাদ জামানত হারানো" রেকর্ড সারা
জীবনের জন্য ললাটে লিপিবদ্ধ হওয়া।
লক্ষীপুর ২ আসন , খালেদার জন্ম স্থান। প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিনা কনটেস্টে
এই সিট থেকে নির্বাচিত হয়ে এসেছে।
খালেদা জিয়ার সিটে পাপলুর কাছে ধানের শীষের জামানত বাজেয়াপ্ত হওয়াই মনে করিয়ে দেয়
নেত্রী হিসাবে খালেদা জিয়ার জনপ্রিয়তার লেভেলের কত ?
বা 2018 নির্বাচনটি কোন লেভেলের হয়েছে?

বুদ্ধিজীবীদের বলতে শুনি, ২০১৪-এ সংবিধান মোতাবিক আওয়ামীলীগের অধীনে নির্বাচনে না গিয়ে বিএনপি ভুল করেছিলো।  কিন্তু ২০১৮-এ নির্বাচনে এই  সরকারের অধীনে নির্বাচনে গিয়ে বিএনপি কি ভুল করেছিল  তা আর  কাউকে বলতে শুনিনা!!

২০১৪ এ বিএনপি তত্বাবধায়ক ছাড়া নির্বাচন সুস্ট হবেনা এমন দাবি করে নির্বাচন বয়কট করায় বুদ্ধিজীবীরা বিএনপিকেই দোষ দিয়ে ছিলেন  - বিশ্বাসের অভাব বলে .

      বুদ্ধিজীবীদের কথা শুনে তত্বাবধায়কের দাবি রেখে বিএনপি  ২০১৮ এর নির্বাচনে আসলে দেশবাসী দেখলো , ঝড় ঝঞ্জাট মারামারি কাটাকাটি মুক্ত শান্তিপূর্ণ একটি  নির্বাচনী দিন . বাংলাদেশের বিগত অন্যান্য নির্বাচনে যে অপরাধগুলো সচরাচর  দেখা যেতো যেমন: জাল ভোট , কেন্দ্র দখল,  ভোট দিতে  বাধা দান, মারা-মারি, কাটা-কাটিএমনটিরকোনএকটিও২০১৮সালেরনির্বাচনেদেখাযায়নি।

 

বিএনপি নির্বাচনের পূর্বেই  ঘোষণা দিয়েছিল   আওয়ামীলীগ নির্বাচনে কেন্দ্র দখল করে  জালভোট বা  ভোট স্টাফিং করার চেষ্টা  করলে বিএনপি তার  কর্মীসমর্থকনিয়েতাপ্রতিরোধকরবে।

 

আওয়ামীলীগের কর্মীরা নির্বাচনের দিন জালভোট দেয়নি  বা  কোন কেন্দ্র  দখল করে ভোট স্টাফিং করার চেষ্টা করেনি বলে বিএনপির কর্মীরাও এসব প্রতিরোধে  মারামারি কাটাকাটি করারও চান্স পায়নি।     

কি এক জাদু বলে   পুলিশ- প্রশাসন জাল ভোট , কেন্দ্র দখল , ভোট দিতে  বাধা দান আর প্রতিরোধের সংস্কৃতি বন্ধ করে নির্বাচনের দিনটাকে শান্তিময় এবং নিরাপদ করে দিল, তা নিশ্চয় গবেষণার দাবি রাখে!

 

চট্টগ্রামের শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  বিবিসির সংবাদাতাকে  আওয়ামীলীগ নেতা মনে করে ভুল করে নির্বাচনী কেন্দ্রে ঢুকিয়ে দিলে তার টেলিফোন ক্যামেরায় ধরা পরে নির্বাচনের আগের রাতে ব্যালট দিয়ে পূর্ণ করা ব্যালট বাক্স। 

 

এ ব্যাপারে   ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে প্রশ্ন করলে কোন উত্তর না দিয়ে রাজনৈতিক কর্মীদের রেখে  বিবিসির সংবাদ দাতাকেই কেন্দ্র থেকে  বেরকরেদেন।চারিদিকেএইঅপকর্মেরসংবাদছড়িয়েপড়লেসমস্তদিনখোলারেখেবিকেলতিনটায়কেন্দ্রটিবন্ধঘোষণাকরেনির্বাচনকমিশন।

 

তাইতো নির্বাচনে জালভোট না হয়ে, কেন্দ্র দখল করে  ভোট স্টাফিং এর মত জঘন্য  অপকর্ম না হয়েও,  কি করে  ২১৩টি  সেন্টারে  ১০০% ভোট কাস্ট হয়ে  যায়, আর   লক্ষ  লক্ষ বিএনপি কর্মী থাকার পর ১০৫২  সেন্টারে বিএনপির  একটি  ভোটও   খোঁজে পাওয়া যায়না,  এমন ভাবনার অবকাশ রাখে !

   "কে , কখন, কিভাবে এসব ভোট  কাস্ট করলো ?" কারো মনে  এমন প্রশ্নের উদ্রেক হলে তিনি    চট্টগ্রামের শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে  উত্তরখোঁজেপেতেপারেন।

 

হাড়ির একটি ভাতে টিপ দিয়ে  যেভাবে সমস্ত হাড়ির ভাতের খবর পাওয়া যায় তেমনি শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের  ভোটের অবস্থা পর্যবেক্ষণ করে সেদিন সারা দেশের ভোটের  কি হাল হয়েছিল  তারসম্মক্ষধারণাপাওয়াযায়।

 

লোকে   ২০১৮ এর নির্বাচনকে লাইলাতুল ইলেকশন বা   নিশিরাতের নির্বাচন বলে !!  যাকে জাপানী রাষ্ট্রদূত বলেছেন ভোটের আগের রাতে পুলিশ দিয়ে ব্যালট বাক্স ভোট ভরে দেওয়া .

 

না  না  ধরনের  দুষ্কর্ম-অপকর্মের  জন্ম দেয়া ২০১৪ এবং ২০১৮ এর  নির্বাচন  বাংলাদেশ এমন কি বিশ্বের  নির্বাচনের ইতিহাসে  এক একটি মেইল ফলক।  বিগত  তিন দশকের  সবচেয়ে জনপ্রিয় তিন নেতার দুজনের   এ দুটি নির্বাচনে  জামানত হারিয়েছেন।  ২০১৪ এর নির্বাচনে হোসাইন মোহাম্মদ এরশাদ কাজী  মোতাহার হুসেন এর কাছে আর ২০১৮ এর নির্বাচনে খালেদা জিয়ার সিটে ধানের শীষ প্রতীক পাপলু  নামকএকআদমব্যবসায়ীরকাছে।

নির্বাচনের পূর্বেই নির্বাচিত হওয়ার সংস্কৃতি চালুর মাধ্যমে  ২০১৪ এর জাতি সংসদ নির্বাচন শুধু বাংলাদেশই নয় বিশ্বের নির্বাচনী ইতিহাসে  অমরত্ব লাভ করবে অনায়াসে বলা যায়.

২০১৮ এর নির্বাচন বিশ্বের নির্বাচনী ইতিহাসে লিপিবদ্ধ থাকবে  নির্বাচনে    মাল্টি ডাইমেনশনাল ক্ষেত্র  আবিষ্কারের জন্য .  "কে কত অল্প ভোটের ব্যবধানে নির্বাচিত/পরাজিত" নির্বাচনী সংবাদের এমন প্রচলিত হেডিংয়ের পরিবর্তে ২০১৮ এর নির্বাচন বেশ কিছু নতুন হেডিংয়:

" বিজিতের চেয়ে বিজয়ী কয়েক লক্ষ বেশি ভোটে নির্বাচিত" / 

"অজস্র সেন্টারে  বিজয়ীর  পক্ষে শত ভাগ ভোট  পড়া " /

" এবসেনটি বেলট না থাকার পরও  ২১৩ সেন্টারে শত ভাগ ভোট  পড়া “,

"১০৫২ সেন্টারে অপজিশন জুটের  একটি ভোট না পাওয়া!!  ."

 

দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্টার ২ যুগ ফুর্তি উপলক্ষে নবীগঞ্জে প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত রবিবার সন্ধার পর উপজেলা হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। দৈনিক যুগান্তর নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদারের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম । এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, এটি এম সালাম, রাকিল হোসেন, উত্তম কুমার পাল হিমেল, মুরাদ আহমদ, আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানু মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, প্রবাসী সাংবাদিক আবু তাহের চৌধুরী, প্রেসক্লাবের সদস্য মহিবুর রহমান, নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এটি এম ফুয়াদ হাসান রাজন, অর্থ সম্পাদক সাগর মিয়া, যুবদল নেতা বুরহান উদ্দিন চৌধুরী ওয়েছ প্রমুখ।

নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় দিন দুপুরে ছাগল চুরি করার সময় ৪ চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের সোদচর গ্রামের মৃত গেদু মিয়ার পুত্র আহমদ আলী (৩০), একই গ্রামের আব্দুর রশিদের পুত্র জুবেদ মিয়া (৩৪), সোদচর গ্রামের তালেব মিয়ার পুত্র মেরাজ মিয়া (২৫), চপমন্ডল কাতল গ্রামের তাজ উল্লার পুত্র কছরু মিয়া(৩০)।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উল্লেখিত ৪জন গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বিবিয়ানা গ্যাস ফিল্ডের সাউথপ্যাড এলাকায় সিএনজি (অটোরিকশায়) যোগে এসে হাওরে থাকা কয়েকটি ছাগল আটক করার চেষ্টা করে। এ সময় স্থানীয় করিমপুর গ্রামের ইকবাল হোসেন ঘটনাস্থলে এসে ছাগল ধরার কারণসহ বাড়ি কোথায় জানতে চায়। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন সিএনজিসহ তাদের আটক করে উত্তম মধ্যম দেন।খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মোসলেহ উদ্দিন ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন।ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মোসলেহ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বকেয়া বেতন, রেশন, চিকিৎসা, স্থায়ী বাসস্থান নিশ্চিত করণসহ ৫ দফা দাবীতে নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন চা শ্রমিকরা। গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর বাজারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে ইমাম ও বাওয়ানী চা বাগানের দুই হাজার শ্রমিক। পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।শ্রমিকদের অভিযোগ সূত্রে জানা যায়- উপজেলার পানিউমদা ইউনিয়নের ইমাম ও বাওয়ানী চা বাগানের দুই হাজার নারী-পুরুষ চা শ্রমিক কাজ করেন। দীর্ঘদিন ধরে দুটি বাগানে ম্যানেজার ছাড়াই চলছে কার্যক্রম। গত ৫ সাপ্তাহ ধরে ইমাম ও বাওয়ানী চা বাগানের দুই হাজার শ্রমিকের মজুরীর ৩৫ লাখ ৭০ হাজার টাকা, ও রেশন বাবদ ৪ লাখ ৭২ হাজার টাকা, ২০১৯-২০২০ সালের শ্রমিকদের এরিয়া বোনাসের ২৩ লাখ ২২ হাজার টাকা, ২০২২ সালের এরিয়া বোনাসের ৬ লাখ ১৬ হাজার টাকা পরিশোধ করছেনা মালিক পক্ষ। বিষয়টি বাংলাদেশ চা বোর্ড ও জেলা প্রশাসনকে লিখিতভাবে জানায় চা-শ্রমিকরা। কিন্তু তাতেও মেলেনি সমাধান।গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে চা শ্রমিকরা। এ সময় তারা দ্রুত বকেয়া বেতন পরিশোধসহ ৫ দফা দাবী বাস্তবায়নের দাবী জানান। এসময় আধা ঘন্টা মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে।পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার, সহকারী পুলিশ সুপার আবুল খয়ের, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডালিম আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন।এদিকে বর্তমান মালিক পক্ষের বাগান বন্দোবস্ত বাতিলের করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর লিখিত প্রতিবেদন দিয়েছে উপজেলা প্রশাসন।বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল জানান- গত পাঁচ সাপ্তাহ ধরে চা-শ্রমিকদের বেতন-রেশন দিচ্ছেনা মালিক পক্ষ ফলে চা শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। তিনি বলেন, প্রশাসনের লোকজন এসেছিলেন তারা আশ্বাস দিয়েছেন দ্রুত বর্তমান মালিক পক্ষের বাগানের বন্দোবস্ত বাতিল হবে এবং বাগানে থাকা প্রায় ৩৯ হাজার কেজি চা পাতা নিলামের মাধ্যমে বিক্রি করার ব্যবস্থা করবেন। যদি দ্রুত বিষয়টি সমাধান না হলে বড় আকারে আন্দোলনের হুশিয়ারী দেন তিনি।এ প্রসঙ্গে ইমাম ও বাওয়ানী চা বাগানের মালিক জিকে মাইনুদ্দিন চৌধুরী মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার বলেন- চা বাগান বাগানের লিজ বাতিলের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দিয়েছি।জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন- মালিকপক্ষ বেতন-রেশন বকেয়া পরিশোধ না করায় চা শ্রমিকরা আজ মহাসড়ক অবরোধ করেছিল পরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। তিনি বলেন- চা শ্রমিকদের এ সমস্যা সমাধানে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা করবো।

নবীগঞ্জ উপজেলার সাকুয়া মুড়ারপাঠলী গ্রামে শনিবার বউকে বকাঝকা করার ঘটনাকে কেন্দ্র করে বউয়ের পিতার বাড়ির লোকজন কর্তৃক দফায় দফায় মেয়ের জামাতার বাড়িঘরে হামলা,পাল্টা হামলায় প্রায় ২ ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকেই গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। খবর পেয়ে ওসি ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। স্থানীয়,সুত্রে জানায়, উপজেলার করগাও ইউপির আলোচিত সাকুয়া গ্রামের এক সময়ের ত্রাস আকলুছ মিয়ার মেয়ে বিবাহ দেন একই গ্রামের ফুল মিয়ার ছেলে এবং তাজুল ইসলামের ভাতিজা স্বপন মিয়ার কাছে। তাজুল ইসলাম আকলুছ মিয়ার কথামতো না চলায় বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে আকলুছ মিয়ার ভয়ে দীর্ঘদিন যাবৎ তাজুল ইসলাম নবীগঞ্জ ভাড়া বাসায় থাকেন। এ সব বিষয় নিয়ে আকলুছ ও তাজুল ইসলাম গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছে। শনিবার সকালে তাজুল ইসলামের ভাতিজা স্বপন মিয়া তার বিবাহিত স্ত্রী (আকলুছ মিয়ার মেয়ে) কে বকাঝকা করেন। বকাঝকা শুনে বউ চলে যায় পাশ^বর্তী বাবা’র বাড়ি। মেয়ে’র কথা শুনেই বাবা’র বাড়ির লোকজন মেয়ের জামাতার বাড়ির সামনে গিয়ে হাকডাক দিয়ে গালমন্দ করে। এতে উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয় মুরুব্বীয়ান শালিসের উদ্যোগ নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই দিন বিকালে মেয়ের বাবা আকলুছ মিয়া বাড়ীতে এসেই কে শুনে কার কথা, আকলুছ মিয়ার মেয়ে বলে কথা। সাথে সাথে আকলুছ মিয়ার নেতৃত্বে কনের বাড়ির লোকজন দেশীয় অস্ত্র পিকল, টেটা সহ লাটিসুটা নিয়ে মেয়ের জামাতার বাড়িতে হামলা করে। জবাবে আত্মরক্ষার্থে পাল্টা হামলায় জড়িয়ে  পড়েন ছেলে পক্ষ। ফলে উভয় পক্ষের মধ্যে প্রায় ২ ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ চলে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়। এ সময় আকলুছ মিয়ার লোকজন প্রতিপক্ষের গরু, ছাগল, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় এবং বাড়ির আসবাবপত্র ভাংচুর করা হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে স্থানীয়,লোকজনের সহযোগীতায় আহতদের নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে গুরুতর আহত ফুল মিয়ার ছেলে ইসরাইল মিয়া (৩৫),তার সহোদর সুমন মিয়া (৩২), দেলোয়ার মিয়া (২৪),মতিন মিয়া (১৯),নাজিম উদ্দীনের ছেলে এখলাছ মিয়া (৩১),আছদ্দর মিয়ার ছেলে আতিক (১৮),আমীর মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৩),আব্দুল আলীর ছেলে কমরু মিয়া (১৭), আকলুছ মিয়ার ছেলে মুজিবুর রহমান রাব্বী (১৮)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উল্লেখ্য, সাকুয়া এলাকায় ইতিপুর্বে দুটি গ্রæপে দাঙ্গা হাঙ্গামা চলে আসছিল। প্রায় ১১ টি হত্যাকান্ড সংঘটিত হয়েছে। প্রতিপক্ষ কে ফাসাতে নিজের লোককে হত্যা করতে হাত কাপেনি তাদের। উভয় পক্ষে ডজন খানেক মামলাও  রয়েছে। ঘটে যাওয়া ঘটনা গুলো সমঝোতার উদ্যোগ নেন তরুন সমাজ। এতে প্রায় ৩/৪ বছর ধরে শান্তি ফিরে আসে এলাকায়।এই শান্ত পরিবেশকে আবার অশান্ত করে তোলছে আকলুছ ও তার লোকজন। এলাকায় জুয়ার আড্ডা, চাঁদাবাজি, মারামারি সবই এখন তার ইশারার খেলা। এলাকার আইনশৃংখলা রক্ষার স্বার্থে আকলুছ মিয়া’কে দ্রæত গ্রেফতারের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular

abc

Mar 04, 2023 35 সংবাদ