Saturday, 26 September 2020 13:28

নবীগঞ্জে মেয়র নির্বাচনে প্রার্থীদের চলছে আগাম প্রচারণা

✍ নিজস্ব প্রতিবেদক::
আসছে স্থানীয় সরকার পৌরসভা মেয়র নির্বাচন, নবীগঞ্জ পৌরসভায় চলছে প্রার্থীদের আগাম প্রচারণা,কেউ কেউ গুপনে গুপনে নির্বাচনি প্রচারণা সহ আত্মীয়স্বজন দের বাড়ী বাড়ী চলছে আগাম আসা যাওয়া সহ ভোটারদের খোজ খবর নেওয়া,শুনা যাচ্ছে বর্তমানে দেশ বিদেশ সহ এই পর্যন্ত পাচজন নবীগঞ্জ পৌরসভা মেয়র নির্বাচনে প্রস্তুতি নিচ্ছেন,তার মধ্যে বর্তমান মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী,সাবেক তিন বারের মেয়র অধ্যাপক তোফাজ্জুল ইসলাম চৌধুরী,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু যিনি গত পৌর সভা নির্বাচনে আওয়ামীলীগের নমিনেশন চেয়েছিলেন,দলীয় নমিনেশন না পাওয়াতে তিনি গত পৌর নির্বাচন থেকে তিনি দলের নির্দেশে সরে আসেন,এইভার তিনি আওয়ামীলীগ থেকে মেয়র নির্বাচনে দলীয় নমিনেশন চাইবেন ও তিনি আশাবাদী এবার আওয়ামীলীগ উনাকে মূল্যায়ন করবে,যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক তাজুল ইসলাম নিটু তিনিও নবীগঞ্জ মেয়র নির্বাচনে আওয়ামীলীগের নমিনেশন আশাবাদী ও তিনি মেয়র নির্বাচন করবেন,দল থেকে নমিনেশন না পেলে তিনি স্বতন্ত্র মেয়র নির্বাচন করবেন শুনা যাচ্ছে। নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল তিনি ও আওয়ামীলীগ থেকে দলীয় নমিনেশন প্রত্যাশী,এই পর্যন্ত যা পাওয়া গেলো আওয়ামীলীগ সহ স্বতন্ত্র চার জন মেয়র নির্বাচনের নাম শুনা যাচ্ছে,সুবিধা স্থানে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি,তাদের দলীয় মেয়র প্রার্থী এই পর্যন্ত বর্তমান মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী'র নাম শুনা যাচ্ছে।
এখন অপেক্ষার বিষয় কে হচ্ছেন আগামী পাচ বছরের জন্য নবীগঞ্জ পৌর মেয়র, সেটা দেখলে হলে আসছে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular

LIVE STREAMING

Jun 11, 2019 403 Movies

X

দুঃখিত !

ওয়েব সাইটে এই অপশন নাই।