Sunday, 04 April 2021 03:42

হবিগঞ্জ-১ আসনের এমপি মিলাদ গাজী করোনা আক্রান্ত

✍ নিজেস্ব প্রতিবেদকঃ

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা ভালো রয়েছে। শনিবার (৩ এপ্রিল) বিকেলে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির করোনা পজিটিভ এর রিপোর্ট আসে। জানা যায়-করোনা কোনো ধরনের উপসর্গ না থাকলেও ৪ এপ্রিল সংসদ অধিবেশনে যোগ দেয়ার উদ্দেশ্যে শনিবার (৩ এপ্রিল) সকালে ঢাকায় সংসদ সচিবালয় চিকিৎসা কেন্দ্রে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও রেল মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। শনিবার দুপুরে সংসদ সদস্য মিলাদ গাজীর করোনা পজিটিভের রিপোর্ট আসে। এরপর থেকে ঢাকায় সংসদ সদস্য মিলাদ গাজী তাঁর সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। এমপি মিলাদ গাজী নবীগঞ্জ-বাহুবল বাসীসহ সর্বসাধারণের কাছে দোয়া চেয়েছেন এবং তিনি সুস্থ্য আছেন বলে জানান। উল্লেখ, গত শনিবার (২ এপ্রিল) সংসদ সদস্যের বড় ছেলে গাজী মোহাম্মদ ফাওয়াজ ও তাঁর স্ত্রী করোনা পজিটিভ এর রিপোর্ট আসে।

Last modified on Sunday, 04 April 2021 03:44
Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular
X

দুঃখিত !

ওয়েব সাইটে এই অপশন নাই।