Sunday, 02 May 2021 18:48

নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে সিএনজি'র মুখোমুখি সংঘর্ষ সাংবাদিকের স্ত্রী-পুত্রসহ আহত ১০

নিজস্ব প্রতিনিধি

দৈনিক নবীগঞ্জের ডাক 

নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পুর্ব তিমিরপুর নামক স্থানে দু’সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাংবাদিকের স্ত্রী-পুত্র ও চালকসহ ১০ জন আহত হয়েছে। গতকাল রবিবার(০২ মে) বিকালে এ দুর্ঘটনায় আহতদের মধ্যে শরৎ দাশ (৪৫) ও আব্দাল মিয়া (৬৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয় সুত্রে জানাযায়, ওই দিন বিকালে নবীগঞ্জ থেকে হবিগঞ্জমুখী একটি যাত্রীবাহী অটোরিক্সা সিএনজি পুর্ব তিমিরপুর এমআরএস ব্রিক ফিল্ডের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে দূঘর্টনায় পতিত হয়। এতে উভয় গাড়ীর চালক এবং সদ্য মরহুম সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী-পুত্রসহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে মুরাদপুর গ্রামের মৃত ছাওধন দাশের ছেলে শরৎ দাশ (৪৫), আলীপুর গ্রামের কবির মিয়ার ছেলে আব্দাল মিয়া (৬৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী জাহেদা বেগম (৪৫), ছেলে মারুফ (১৬), চালক বিনরাজ মিয়া (৭০), তিমিরপুর গ্রামের জুনায়েদ (৬), মুক্তাহার গ্রামের অমুল্য চন্দ্র দাশের ছেলে অসীম দাশ (৩২)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular
X

দুঃখিত !

ওয়েব সাইটে এই অপশন নাই।