Wednesday, 05 May 2021 15:09

নবীগঞ্জে ২ সন্তানের জনকের আত্মহত্যা

মোঃ হাসান চৌধুরী.

বার্তা সম্পাদক : দৈনিক নবীগঞ্জের ডাক। 

নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের কামরাখাই গ্রামে জিতু মিয়া (৩০) নামের ২ সন্তানের জনকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।জানাযায়,  জিতু মিয়া গত মঙ্গলবাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল।পরিবারের লোকজন অনেক খোঁজা খোঁজির পর কোন সন্ধ্যান পায়নি।হঠাৎ পরিবারের লোকজন বুধবার সন্ধ্যায় কামরাখাই গ্রামে তার বাড়ির পাশের পুকুর পাড়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার পরিবারের লোকজন থানায় খবর পৌঁছালে এস আই বিজয় দেব নাথসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করেন। লাশটি উদ্ধার করে ময়না তদন্তর জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়।২ সন্তানের জনক জিতু মিয়া কামরাখাই গ্রামের রোয়াইতুল্লার পুত্র।পরিবারের লোকজনের দাবী জিতু মিয়া মানসিক রোগে ভুগছিলেন।আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন এস আই বিজয় দেব নাথ।

Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular
X

দুঃখিত !

ওয়েব সাইটে এই অপশন নাই।