Sunday, 11 July 2021 03:38

নবীগঞ্জ হাসপাতালে এমপি মিলাদ গাজীর অর্থায়নে অক্সিজেন সিলিন্ডার প্রদান

নিজস্ব প্রতিনিধি

দৈনিক নবীগঞ্জের ডাক 

হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ এমপির ব্যক্তিগত অর্থায়নে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। শনিবার (১০ জুলাই) বিকেলে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্øেক্সের সভাকক্ষে অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিস্ট (ইপিই) সৈয়দ আবু ফয়েজ তোহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ, নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজা আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল। অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, নবীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগ নেতা রুহেল আহমেদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, মেডিকেল অফিসার ডাঃ ইমরান আহমেদ চৌধুরী, ডাঃ আসিফ আবেদীন, ডাঃ হানিফ মোতাহার, ডাঃ ফয়সল আহমেদ, ডাঃ নির্মল কান্তি ঘোষ, ডাঃ নাঈম আশরাফ, ডাঃ আফজাল আহমেদ, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলমগীর চৌধুরী সালমানসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে দুটি অক্সিজেন সিলিন্ডার তোলে দেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular