Tuesday, 20 July 2021 02:55

নবীগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আঃ শহীদ ওরপে সাহিদ মিয়া আর নেই

নিজস্ব প্রতিনিধি

দৈনিক নবীগঞ্জের ডাক 

নবীগঞ্জের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুস শহীদ ওরপে সাহিদ মিয়া (৬৫) আর নেই ইন্নালিল্লাহি --- রাজিউন। তিনি পৌর শহরের আনমনু গ্রামের মৃত আরমান উল্লার ছেলে এবং ডাঃ জোশেফ ও লন্ডন প্রবাসী পারভেজ এর পিতা। সোমবার রাত ১০ টার দিকে ঢাকাস্থ সিকেডি হসপিটালে চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার বেলা ২.৩০ ঘটিকায় ওসমানী রোডস্থ দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্টিত হইবে। মরহুম আঃ শহীদ সাহিদ মিয়া হবিগঞ্জ জেলাসহ বৃহত্তর সিলেটে সুপরিচিত ও দানশীল ও শিক্ষানুরাগী হিসেবে খ্যাতি রয়েছে। ইতিমধ্যে তিনি নবীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ভবন নির্মাণ সহ অসংখ্য অনুদান প্রদান করেছে। সাহিদ মিয়ার মৃত্যুর খবরে উপজেলার সবর্ত্র শোকের ছায়া নেমে আসে। গভীর রাত পর্যন্ত মরহুমের বাসায় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষের ভীড় জমে। স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠে। 

Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular