Wednesday, 11 December 2019 07:10

নবীগঞ্জে বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘের্ষ আহত ১৫

✍ নিজস্ব প্রতিবেদক::

ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িনাও নামক স্থানে গত মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী শ্যামলী এবং সিলেট থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভারসগহ ১৫ জন আহত হন।স্থানীয় লোকজন দ্রুত আহতের উদ্ধার করে নিকটবর্তী বাহুবল হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনা খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর কবির আহমেদ ঘটনাস্থলে ছুটে যান।

Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular