• 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
 
Tuesday, 01 December 2020 08:23

করোনামুক্ত জেমি ডে, যাচ্ছেন কাতারে Featured

✍ নবীগঞ্জের ডাক অনলাইন ডেস্ক:

টানা চতুর্থবার পজিটিভ আসার পর অবশেষে পঞ্চমবারে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। সোমবার টেস্টের জন্য স্যাম্পল দিয়েছিলেন তিনি। গভীর রাতে ফলাফল পেলেন, তাতে দেখা গেলো জেমি ডে করোনা নেগেটিভ। বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।

করোনামুক্ত হওয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে আগামীকাল বুধবার কাতারের উদ্দেশ্যে রওয়ানা দেবেন ডে। তবে বিশ্বকাপ ২০২২ ও এশিয়ান কাপ ২০২৩ বাছাইপর্বে অংশ নিতে কাতারে পৌঁছানোর পর তিন দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ কোচকে। কিন্তু আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে শিষ্যদের ডাগআউটে তার দাঁড়ানো নিশ্চিত করতে কোয়ারেন্টিন কমানোর ব্যাপারে আলোচনা করবে বাফুফে।

গত ১৫ নভেম্বর করোনায় আক্রান্ত হন জেমি ডে। মুজিববর্ষ সিরিজের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ২-০ গোলে জয় লাভ করেছিল বাংলাদেশ। ম্যাচের পরের দিন শনিবার সকালে দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের করোনার নমুনা সংগ্রহ করা হয়। রোববার সকালে জানা যায় জেমি করোনায় আক্রান্ত হয়েছেন।

Read 296 times
Rate this item
(0 votes)
Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular