নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২ জন পরোয়ানাভুক্ত ও ২জন চুরি মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন এর নির্দেশনায় এসআই/স্বাধীন চন্দ্র তালুকদার সঙ্গীয় ফোর্সসহ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট এলাকা থেকে ফৌজদারী আপিল মামলা নং-১১/২৩ (নবীঃ) এর পরোয়ানাভুক্ত আসামী সদরঘাট গ্রামের সমছু মিয়ার পুত্র ফারছু মিয়া, এবং এএসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের কাজিরগাঁও গ্রাম এলাকা থেকে সিআর-৪০৮/২৩ (সদর), এর পরোয়ানাভুক্ত আসামী কাজিরগাঁও গ্রামের মৃত আব্দুল হেকিম পুত্র মোঃ চুনু মিয়াকে গ্রেফতার করেন।এসআই/স্বাধীন চন্দ্র তালুকদার, সঙ্গীয় ফোর্সসহ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও এলাকা থেকে নবীগঞ্জ থানার মামলা নং-১৯, তারিখ-২৬/০৯/২০২৪খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোডের সন্ধিগ্ধ আসামী কান্দিগাঁও গ্রামের মোঃ লুৎফুর রহমান এর পুত্র মোহাম্মদ আবীর আহমেদ (১৯), মৌলভী বাজার রাজনগর এলাকার মোঃ মাসুক মিয়ার পুত্র মোঃ শাকিল মিয়া (২৭)কে গ্রেফতার করেন। শনিবারে গ্রেফতারকৃত আসামীদেরকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন।