নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসী হামলায় নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিন তালুকদার আহত হয়েছেন। গুরুত্বর আহত শাহিন তালকুদার (৩৭)কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জে উত্তেজনা বিরাজ করচ্ছে। এ ঘটনায় নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
এলাকাবাসী ও আহত সূত্রে জানা যায়, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিন তালুকদারের ছোট ভাই রুহিন তালুকদার নবীগঞ্জের পৌর এলাকার টিসিবি ডিলার আঃ হাদী দীর্ঘদিন ধরে স্ব পরিবারের প্রবাসে বসবাস করেন। আঃ হাদিও গালিব ট্রেডাস ও মৃত হিমাংশু শেখর রায়ের সুরমা ট্রেডাস দিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে যুবলীগ নেতা বারিন্দ্র দাশ শহরের চরগাঁও গ্রামের ধান ব্যবসায়ী মশিউর রহমান মিলে প্রকাশ্য অনিয়ম করে টিসিবির মাল বিক্রি করে। এই প্রতিবাদ জানাতে এবং অবৈধভাবে টিসিবির পূন্য বিক্রির করার প্রতিবাদ করেন স্থানীয় লোকজন। স্থানীয় লোকজনের পক্ষে রুহিন তালুকদার টিসিবির ডিলারসীপ বাতিলের জন্য নবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তার বরাবরে একটি লিখিত অভিযোগ করেন। এরই জের ধরে নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের তোয়াবু মিয়ার পুত্র মশিউর রহমানের নেতৃত্বে তার গ্রামের নিকট আত্মীয় যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের ১৫/২০ দুর্বত্তদের সাথে নিয়ে নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিন তালুকদার এর উপর তার বাসার সামনে গিয়ে দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতারি হামলা করে তাকে আহত করেন। গুরুত্বর আহত শাহিন তালুকদার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ ওসি মোহাম্মদ কামাল হোসেন থানার সাব ইন্সেপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার খোজ খবর নেন। থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তিনি বলেন অভিযোগ পেলে আইননুক ব্যবস্থা গ্রহন করব। যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মীর হামলায় যুবদল নেতা শাহিন তালুকদার আহত ঘটনা বিএনপি,যুবদল নোকর্মীদেও মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুবদল নেতাশাহিন আহতের ঘটনায় নবীগঞ্জ ও পৌর যুবদলের নেতাকর্মীরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং ঘটনার সাথে জড়িতের আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান।