নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও উৎপাদনের বিভিন্ন সরঞ্জামসহ মনমোহন রবিদাস (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার (১ নভেম্বর) দুপুরে বানিয়াচং সেনাবাহিনীর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন আশরাফুল ইসলাম তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতার মনমোহন দাস (৪৫) ১নং ভাকৈর পশ্চিম ইউনিয়নের বাউসি গ্রামের গোবিন্দ রবিদাসের ছেলে।সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সেনাবাহিনীর বানিয়াচং ক্যাম্পের ক্যাপ্টেন আশরাফুল ইসলাম তামিমের নেতৃত্বে অভিযানিক দল নবীগঞ্জ উপজেলার ১নং ভাকৈর পশ্চিম ইউনিয়নের বাউসি গ্রামের মনমোহন দাসের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে মাটির নিচে পুঁতে রাখা এক হাজার ২০ লিটার মদ এবং মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।এ সময় মদ উৎপাদনকারী মাদক ব্যবসায়ী মনমোহন রবিদাসকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করে মনমোহন রবিদাস ও জব্দ করা মদসহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।