নবীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর মিয়ার ছোট ভাই আলমগীর মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পৌর যুবদলের আহব্বায়ক মোঃ আলমগীর মিয়াসহ যুবদলের নেতৃবৃন্দ। রবিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নবীগঞ্জ পৌর যুবদলের আহব্বায়ক মোঃ আলমগীর মিয়া শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।এক শোকবার্তায় নবীগঞ্জ পৌর যুবদলের আহব্বায়ক মোঃ আলমগীর মিয়া বলেন, পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর মিয়ার ছোট ভাই আলমগীর মিয়ার মৃত্যুতে আমি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব করেন এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। প্রসঙ্গত, নবীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর মিয়ার ছোট ভাই আলমগীর মিয়া গত শনিবার রাতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।