নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলার পলাতক আসামিকে গ্রেফতার করে পুলিশ। বুধবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন এর দিক নির্দেশনায় গোপলার বাজার তদন্ত কেন্দ্রের আইসি এসআই/স্বাধীন তালুকদারের সংঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সিআর মামলা নং-২৮২/২৪ এর গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামি কুর্মা (কুড়িগাও) পানিউমদা গ্রামের দরুছ উল্লাহর পুত্র আব্দুল হামিদ (৩৫) কে রাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন।