নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর গয়াহরি গ্রামের বাসিন্দা প্রানেশ দেব এর মা ও ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।সোমবার সকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান মা ও ছেলে। জানা যায়, সাবেক কাউন্সিলর গয়াহরি গ্রামের বাসিন্দা প্রানেশ দেব এর মা অনিমা দেব (৭০) বাথরুমে গোসল করার সময় বাথরুমের ভিতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে পড়ে থাকলে তার ছেলে নৃপেশ দেব (৪৫) মাকে বাচাতে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটরস্থলে পড়ে থাকেন। পরিবারের লোকজন মা এবং ছেলেকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরক্ত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকাচ্ছন্ন হয়ে পড়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই পিযুষ কান্তি দেব নাথ হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেন। লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাল মর্গে প্রেরনের প্রস্তুতি পক্রিয়াধীন । মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন।