Login to your account

Username *
Password *
Remember Me
Monday, 10 February 2025

Saturday, 14 December 2024 14:16

নবীগঞ্জে আমেরিকা প্রবাসীর জায়গার ডোবা থেকে রাতে আঁধারে মাছ চুরি করে নিয়েছে একদল দূর্বৃত্তরা Featured

Written by নবীগঞ্জ প্রতিনিধিঃ

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সাবাজপুর গ্রামের আমেরিকা প্রবাসীর মালিকানা জায়গার ডোবা থেকে একদল দূর্বৃত্তরা তার চাষকৃত মাছসহ হাওর থেকে প্রকৃতিক মাছ রাতে আঁধারে একদল দূর্বৃত্তরা মাছ চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমেরিকা প্রবাসীর জায়গার লীজ গ্রহিতা নবীগঞ্জ থানায় ৩ জনকে নাম উল্লেখ করে আরো অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়, সাবাজপুর গ্রামের চুনু মিয়া চৌধুরী মালিকানা সম্পত্তি তারানগাও মৌজার খতিয়ান নং ১২০ দাগ নং ৩৯৪ ভূমির মধ্যে একটি ডোবা, খতিয়ান ৬২ দাগ নং ৪০১ অপর আরেকটি ডোবা হইতে রাতের আধারে মাছ জোর পূর্বক ভাবে নবীগঞ্জ পৌর এলাকার মিল্লিক গ্রামের মৃত সফুর মিয়ার পুত্র আব্দুল হাই, আব্দুল আলীম, ও একই গ্রামের মকাই মিয়ার পুত্র রাসই মিয়াগংরা গত ৪/৫ দিন পূর্বে রাতের আধারে প্রায় দেড় লক্ষ টাকার মাছ চুরি করে নিয়ে যায়। এঘটনায় নবীগঞ্জ করগাও ইউনিয়নের জন্তরী গ্রামের বসির মিয়ার পুত্র হিরন মিয়া নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। সামাজিক বিচারে বিষয়টি নিষ্পত্তির কথা ছিল। স্থানীয় মুরুব্বীগং বিষয়টি নিষ্পত্তির না করায় গ্রামের আমেরিকা প্রবাসীর চুনু মিয়া চৌধুরীর কাছ থেকে ২ বছর চুক্তিতে লীজ নেওয়া হিরন মিয়া ৩ জনের নাম উল্লেখ তার ক্ষতিপূরণের দাবি করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

Read 233 times
Rate this item
(0 votes)
  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« February 2025 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
          1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28