নবীগঞ্জে দ্বিতীয় বারের মতো নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট'র আলোচনা সভার শেষে ও ফ্রিতে খাৎনার কাজ করা হয়। গত (১৬মে) মঙ্গলবার তাহিরপুর মাদ্রাসা বাজার সংলগ্ন খালেদা কমিনিটি সেন্টারে নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক "আলোচনা সভা ও ফ্রি সুন্নতে খাৎনা" অনুষ্ঠিত হয়।। ট্রাস্টের দাতা সদস্য চৌধুরী অনর উদ্দিন জাহিদের সভাপতিত্বে ও হাফিজ ইমরান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন ট্রাস্টের সদস্য আব্দুল করিম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র মুহতারাম এর সভাপতি আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। এতে আর উপস্থিত ছিলেন কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ ও ইনাতগঞ্জ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন, নয়মৌজার মুরুব্বিয়ান, যুবক ও বিভিন্ন জায়গা থেকে আগত মেহমানবৃন্দ। এসময় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের অন্যতম সিনিয়র সদস্য আহসান হাবিব। এছাড়াও ট্রাস্টের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াদুদ,কয়েছ আহমেদ, শাহরান আহমেদ. আজাদ আহমেদ.,মাহমুদ হোসাইন, সুলতান আহমদ টিপু,কয়েছ আহমেদ,রিপন আহমেদ, আবদুর রহমান, সুমন আহমেদ,শেখ তারেক আহমেদ, মেহেদি হোসেন, তুফায়েল আহমেদ.সুহাগ আহমদ.শাহজাহান আহমেদ,মুহিতুর রহমান, তারিকুল ইসলাম মোহন, কাওছার আহমেদ,রহমত আলী, আল রাজি, সাইফুর রহমান,লিকছন আহমেদ, ফাহিম আহমেদ, হামিম আহমেদ, আলী আহমেদ,লিটন মিয়া, সামসুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানি সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় সবার কাছে কৃতজ্ঞতা জানান নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্যবৃন্দ।