Login to your account

Username *
Password *
Remember Me
Saturday, 07 December 2024

Sunday, 03 November 2024

নবীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর মিয়ার ছোট ভাই আলমগীর মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পৌর যুবদলের আহব্বায়ক মোঃ আলমগীর মিয়াসহ যুবদলের নেতৃবৃন্দ। রবিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নবীগঞ্জ পৌর যুবদলের আহব্বায়ক মোঃ আলমগীর মিয়া শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।এক শোকবার্তায় নবীগঞ্জ পৌর যুবদলের আহব্বায়ক মোঃ আলমগীর মিয়া বলেন, পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর মিয়ার ছোট ভাই আলমগীর মিয়ার মৃত্যুতে আমি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব করেন এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। প্রসঙ্গত, নবীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর মিয়ার ছোট ভাই আলমগীর মিয়া গত শনিবার রাতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

Published in Local News

নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর গ্রামের লালধন এর পুত্র মোঃ আলমগীর মিয়া (৩০) গত শনিবার রাতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। জানা যায়, উল্লেখিত গ্রামের লালধন মিয়ার পুত্র মোঃ আলমগীর মিয়া (৩০) পাশ্ববর্তী মিনুর মিয়ার বাড়ীতে শনিবার রাত সাড়ে ১১ টায় বিদ্যুতের কাজ করতে যান। এ সময় অসাবধানতা বসত বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে বিদ্যুৎস্পৃষ্টে তিনি আহত হন। আহত আলমগীর মিয়াকে নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিবার সকালে খবর পেয়ে নবীগঞ্জ থানা একদল পুলিশ ঘটনাস্থলে যান এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেন। নিহত পরিবারের সদস্য লিখিত দরখাস্ত প্রেক্ষিতে নবীগঞ্জ থানা পুলিশ লাশ ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করে দেন।নিহত আলমগীর মিয়ার বড় ভাই জাহাঙ্গীর মিয়া জানান,আমার ভাই বিদ্যুতের কাজ করে। সে ওই দিন রাতে আমাদের পাশের বাসা কাজ করতে যায় সেখানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। আমাদের পরিবারের কারো প্রতি কোন অভিযোগ নাই।

Published in Local News
  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« November 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30