Print this page
Wednesday, 06 March 2024 11:12

নবীগঞ্জে কলেজের মেধাবী ছাত্র তাহসিনের হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিলিছ ও মানব বন্ধন

Written by
মোঃ আলমগীর মিয়া

ভারপ্রাপ্তর সম্পাদক :

www.nabiganjerdak.com

www.tribute71.com

আমার ভাই কবরে খুনি কেন বাহিরে এই স্লোগানকে সামনে রেখে এক বিশাল বিক্ষোভ  মিলিছ ও মানববন্ধন আয়োজন করা হয়। নবীগঞ্জ সরকারি কলেজের মেধাবী ছাত্র সৈয়দ রাইসুল হক তাহসিনের হত্যাকারীদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তির দাবীতে নবীগঞ্জ সরকারি কলেজের  ছাত্র- ছাত্রীদের আয়োজনে  কলেজ থেকে মিছিল শুরু করে নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শেরপুর রোডে এসে মানব বন্ধনে সবাই মিলিত হন। বুধবার দুপুরে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধনে নবীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী, তাহসিনের পরিবারের লোকজনসহ অসংখ্য সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তরা নিহত  তাহসিনের আসামীদের আগামী ৪৮ ঘন্টার বিতরে গ্রেফতারের দাবী জানান।  বক্তরা আগামী ৪৮ ঘন্টার বিতরে আসামীদের গ্রেফতার না করা হলে তারা তাদের আন্দোলন আরো জোরদার করব। উল্লেখ্য নবীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী তাহসিন হত্যাকান্ডে মান্না'কে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলো, জুয়েল, রিহাত, সাফি,রিমন, জাকির,লাদেন,সাজু,সাজ্জাত,রাতুল ও মওদুদ। অজ্ঞাত রাখা হয়েছে আরো ৪/৫ জনকে।নিহত তাহসিনের মা" মাহফুজা সুলতানা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন। 
 
Read 831 times
Rate this item
(0 votes)