Login to your account

Username *
Password *
Remember Me
Saturday, 18 May 2024

নবীগঞ্জে বছরের প্রায় অধিকাংশ সময় অনাবাদি পড়ে থাকে ফসলি জমি। কৃষি অফিসের কর্মকর্তার পরামর্শে অনাবাদি জমিতে ভুট্টা চাষ করে সফলতা পাওয়ায় অনেকেই হয়েছেন স্বাবলম্বী। কম খরচে অধিক লাভবান হওয়ায় ভুট্টা চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন নবীগঞ্জের কৃষকেরা। নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের তরুণ উদ্যোক্তা জামশেদ চৌধুরী ভুট্টা চাষ করে ব্যাপক সফলতা লাভ করেন।নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের তরুণ উদ্যোক্তা জামশেদ চৌধুরী বলেন, প্রথমবারের মতো ৭ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি, স্বল্প খরচে বেশি লাভজনক হওয়া ভুট্টা  চাষের প্রতি আমার আগ্রহ বেড়েছে।সরকারি ভাবে সব-ধরণের সহায়তা পাওয়ায় আগামী মৌসুমে আমি বড় পরিসরে ভুট্টা চাষ করতে চাই। আমার একটি ডেইরী খামার রয়েছে এখানে ৩০/৩৫টি বিদেশি প্রজাতির গরু রয়েছে। ভুট্রার গাছ,কান্ড,পাতা গরুর খাবারে জন্য খুব উপকারী এবং ঘাসের বাড়তি চাহিদা মেটায়।তাই অনেক গরুর খামারি এই ভুট্টা চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছেন।তরুণ শিক্ষিত যুবক জামশেদ চৌধুরী আরো বলেন, ভুট্টা চাষ করতে গিয়ে আমার খরচ হয়েছে ১০-১২ হাজার টাকা, কৃষি অফিসের পরামর্শে আমার বাম্পার ফলন হয়েছে, আমি প্রতি বিঘায় ২৮-৩০ মন করে ফলন পেয়েছি। আগামীতে আরও বড় আকারে ভুট্টা চাষ করবো।কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়-হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় চাষ হয়েছে ভুট্টা। গত কয়েক বছর ধরে অনাবাদি ক্ষেতে ভুট্টা চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ। এ বছর হবিগঞ্জ জেলায় আবাদ হয়েছে ৬৫২ হেক্টর। এর মধ্যে নবীগঞ্জ উপজেলায় ১৩০ হেক্টর জমিতে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। ভুট্টা চাষে প্রতি বিঘা জমিতে খরচ হয় ১০-১২ হাজার টাকা। প্রতি বিঘা জমিতে ভুট্টা আবাদ হয় ৩০-৩৫ মণ। বাজারে প্রতি মণ ভুট্টা বিক্রি হচ্ছে ১২শ টাকা দরে। এছাড়া ভুট্টার গাছ জ্বালানি ও গবাদি পশুর খাদ্য হিসেবেও বিক্রি করা যায়।কম খরচে অধিক লাভবান হওয়ায় অনাবাদি জমিতে ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে হবিগঞ্জের কৃষকদের।নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল আলম বলেন, অনাবাদী জমিতে ভুট্টা চাষ করার জন্য আমরা কৃষকদের বিভিন্ন সময় পরামর্শ দিয়ে আসছি। খরচ ও কষ্ট কম হওয়ায় ভুট্টা চাষ দিন-দিন বাড়ছে। তিনি বলেন, বিদেশ থেকে ভুট্টা আমদানি করার ফলে দেশের অর্থ বাহিরে চলে যাচ্ছে, কৃষকরা ভুট্টা উৎপাদন বৃদ্ধি করলে ভুট্টা মানুষের খাদ্যের পাশাপাশি ভুট্টার গাছ জ্বালানি ও গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে। ফলে আমদানি ব্যয় কমবে এবং কৃষকরা নিজেরাও সাবলম্বী হবেন।বর্তমান সরকার কৃষিখাতে ব্যাপক ভর্তুকি দিয়ে কৃষকদের ফসলি জমিতে বিভিন্ন প্রজাতির ফসল চাষ করার জন্য সরকারি অনুদানে বীজ,সার কৃষি কাজে ব্যবহৃত সকল প্রকার যন্ত্রপাতি ফ্রী এবং ভর্তুকি দেওয়ার কারণে কৃষকও স্থানীয় লোকজন কৃষি কাজে নিজেদের নিয়োজিত করে দেশের খাদ্যর চাহিদার প্রয়োজন মেটাতে ভূমিকা রাখছেন।

নবীগঞ্জের পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের  হলিমপুর গ্রামের আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ  ১২ পরিবারেরকে হবিগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে নগদ টাকা ও টিন প্রদান করা হয়। ১২ টি পরিবারকে নগদ ৪ হাজার টাকা ও ১ বান করে টিন প্রদান করেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনের খোজ খবর নিতে বৃহস্পতিবার (০১ জুন) বিকালে হলিমপুর গ্রামের লোকজনের সাথে মতবিনিময় সভায় মিলিত হন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নিবাহী কর্মকর্তা নুরুল ইসলাম,জেলা পরিষদের সদস্য শেখ মোহাম্মদ শফিকুজ্জামান শিপন,পশ্চিম বড় ভাকৈর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, সাধারন সম্পাদক গৌতম দাশ, পূর্ব বড় ভাকৈর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা খালেদ মোশারফ,সহ এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদের পূর্ণবাসনের জন্য আরো প্রত্যক পরিবারকে নগদ ১০ হাজার করে  টাকা অনুদান দিবে জেলা পরিষদ।

নবীগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়ারীকে গ্রেফতার করেছেন নবীগঞ্জ থানা পুলিশ । এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা জব্দ করা হয়।পুলিশ সুত্রে জানাযায়, মঙ্গলবার রাতে নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম, এসআই ছাইদুর রহমানসহ একদল পুলিশ ডিউটিরত অবস্থায় গোপন সংবাদে জানতে পারেন কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের মছব্বির মিয়ার ছেলে সোহেল মিয়ার বসত ঘরে টাকার বিনিময়ে একদল জুয়ারী জুয়া খেলিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ জুয়া খেলারত অবস্থবায় মিনাজপুরের রাহেল মিয়া (৩২), সদরাবাদের জসিম উদ্দিন (৩৮), জুবেল মিয়া (২৭), ফিরোজ আলী (৩২), আইনপুরের আব্দুল হক (৩৪), দক্ষিন তাজপুরের মারুফ আহমদ (৩২) ও পিটুয়ার আব্দুল হক (২৬) নামের ৭ জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে।এ ব্যাপারে এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে গ্রেফতারকৃতদের জেলা হাজতে প্রেরন করা হয়েছে।

নবীগঞ্জে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র‍্যালী শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মাকসুদুল আলমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ গতি গোবিন্দ দাশ,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ,উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, কৃষকলীগের সাধারণ সম্পাদক  এম এ ফরহাদজুজ্জামান মুহিত, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ,সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সেলিম তালুকদার, সাংবাদিক সাগর আহমেদসহ রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের লোকজন।উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার ষ্টলগুলো পরিদর্শন করেন। উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে কৃষি প্রযুক্তি মেলা চলবে ২৮ থেকে ৩০ মে পর্যন্ত।

 
নবীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি প্রদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ গতি গোবিন্দ দাশ,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ, উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব,বাউশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক  সম্পাদক মোস্তাক আহমেদ মিলু,যুক্তরাজ্যে  আওয়ামীলীগ নেতা অনর উদ্দিন চৌধুরী  জাহিদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া,সেলিম তালুকদার, আওয়ামীলীগ নেতা এটিএম রুবেল, কৃষকলীগের সাধারন সম্পাদক এম এ ফরহাদজ্জামান, পৌর সেচ্ছাসেবকলীগের  সভাপতি ইকবাল আহমদ বেলাল,সহ আওয়ামী লীগ,ছাত্রলীগ, যুবলীগসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মী। এ সময় প্রধান অতিথি সকলকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোড়ালে পুস্প অপর্ন করে শ্রদ্ধা  নিবেদন করেন। অনুষ্ঠানে  বিভিন্ন  বিষয়ের উপর প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরুষ্কার  বিতরণ করা হয়।
 
 

নবীগঞ্জে ভূমিসেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে অনলাইন ভূমিসেবা বিষয়য়ক জনসচেতন মূলক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।রবিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ারের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ গতি গোবিন্দ দাশ,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ, উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব,বাউশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক  সম্পাদক মোস্তাক আহমেদ মিলু,যুক্তরাজ্যে  আওয়ামীলীগ নেতা অনর উদ্দিন চৌধুরী জাহিদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া,সেলিম তালুকদার, আওয়ামীলীগ নেতা এটিএম রুবেল, কৃষকলীগের সাধারন সম্পাদক এম এ ফরহাদজ্জামান, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল,সহ আওয়ামী লীগ,ছাত্রলীগ, যুবলীগসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মী।

  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« May 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31