Login to your account

Username *
Password *
Remember Me
Wednesday, 01 May 2024

Thursday, 22 June 2023 03:07

নবীগঞ্জে ভিড় বাড়ছে কামারের দোকানে Featured

Written by
মোঃ হাসান চৌধুরী

বার্তা সম্পাদক : 

www.nabiganjerdak.com

www.tribute71.com

নবীগঞ্জে ভিড় বাড়ছে কামারের দোকানে। গলি ঘেষে পা বাড়ালেই কানে বাজছে ‘ঢাক-ঢুক’ আর ‘ঝিঁ-ঝিঁ’ শব্দ। মাঝে মধ্যে লোহা ও কয়লাপোড়া ঝাঁঝালো গন্ধে গলা বন্ধ হওয়ার উপক্রম। ভোর থেকে গভীর রাত পর্যন্ত এমন পরিবেশে দগদগে লোহা পিটিয়ে চলছে ধারালো অস্ত্র তৈরির কাজ। আর তা সাজিয়ে রাখা হয়েছে দোকানের খোপে। কোরবানির ঈদকে সামনে রেখে নবীগঞ্জ পৌর এলাকার ওসমানী রোড, হাসপাতাল রোডের কামার পট্টিতে এখন এমনই দৃশ্য। পশু কোরবানি ও মাংস কাটার অস্ত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। দাম একটু বেশি হলেও বেচা-বিক্রি ভাল বলে জানান কামারেরা। নবীগঞ্জ শহর বাজার ছাড়াও বিভিন্ন এলাকায় কামারেরা ঈদের আগের দু’দিনে আরও বেশি ছুরি-বটি বিক্রির আশায় দিনরাত ব্যস্ত আছেন লোহা পেটানোর কাজে। নবীগঞ্জ বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকানের খোপে সাজিয়ে রাখা হয়েছে ছুরি, বটি, দা, চাপাতি, কুড়ালসহ ধারালো সব অস্ত্র। স্প্রিং এবং সাধারণ লোহা থেকে তৈরি এসব অস্ত্র পছন্দ মতো কিনছেন ক্রেতারা। এক কামার ব্যবসায়ী বলেন, ঈদ আসলে আমাদের বিক্রি ভালো হয়। সারা বছরের তুলনায় ঈদ মৌসুমে বিক্রির ধুম পরে। তাই সারা বছরের ক্ষতি ঈদ আসলে তা কিছুটা পূরণ করতে পারি। ঈদের দু এক দিন আগে বিক্রি বেশি হয়।

Read 679 times
Rate this item
(0 votes)
  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« May 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31