Login to your account

Username *
Password *
Remember Me
Sunday, 05 May 2024

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, নতুন কাপড় পরিধানে ঈদ উদযাপনে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন পোশাক কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নবীগঞ্জ শহরের সকল মুসলমান ধর্মাবলম্বীরা। এদিকে ১৪ রমজান থেকে ঈদকে সামনে রেখে শহরের বিভিন্ন মার্কেট, বিপনী বিতান ও ফ্যাশন হাউজগুলোতে কেনাকাটা জমে উঠেছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন মার্কেট ও বিপণীবিতান গুলোতে শিশু, কিশোর-নারী-পুরুষ ক্রেতাদের বেশ উপস্থিতি রয়েছে। নানা পেশার লোকজন তাদের পরিবার-পরিজন নিয়ে মার্কেট গুলোতে ভিড় করছেন। সেই সাথে দর্জি দোকান গুলোতেও গ্রাহকের রুচি আর পছন্দের পোশাক আধুনিকতা সাথে তাল মিলিয়েই নিত্য নতুন পোশাক তৈরিতেই এখন তাদের মনোযোগ। ঈদ আসলেই আনন্দে, ধনী-গরিব, নারী-পুরুষ ছোট বড় সকলে নতুন জামা কাপড় পরিধান করে থাকে। এদিকে ঈদকে সামনে রেখে গলাকাটা দাম আদায় করা হচ্ছে। বিশেষ করে বাচ্চাদের কাপড়ের দাম দ্বিগুণ থেকে ৩ গুণ বাড়িয়ে দেয়া হয়েছে।ক্রেতারা বলেন, এবার শিশুদের জামা-কাপড়, জুতা, বড়দের শাড়ি, শার্ট, পাঞ্জাবি, লুঙ্গি ও জুতাসহ সব ধরনের পোশাকের দাম বেশি। পরিবার নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছি। গতবার যে পাঞ্জাবি পনের শত টাকায় কিনেছি সেই পাঞ্জাবি এবার দুই হাজার, সাড়ে তিন হাজার টাকায় কিনতে হচ্ছে। নবীগঞ্জ শহরের নুরজাহান মার্কেট এর কাপড় ব্যবসায়ী ইকবাল হোসেন তালুকদার বলেন, এবার ক্রেতাদের চাহিদা অনুযায়ী কাপড় নেয়া হয়েছে। আশা করি আসন্ন পবিত্র ঈদুল ফিতরের বেচাকেনা ভালো হবে। অনেক বিক্রেতা বলেন, সকাল থেকেই কেনাকাটার জন্য ভিড় করেছেন লোকজন। পোশাকের পাশাপাশি ভিড় জমেছে জুতা এবং প্রসাধনীর দোকানেও। এসব দোকানে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা।

 নবীগঞ্জ উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মুদি ব্যবসায়ী চাচার বিরুদ্ধে। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে শিশুটির চাচাকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় মামলার পর শুক্রবার তাকে হবিগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। পরে প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেটের কাছে শিশুর জবান বন্দি প্রদান করা হয়। এ ব্যাপারে ভুক্তভোগী শিশুর বাবা ফোরকান আলী একজন কৃষক। এ জন্য তার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় নার্সারী ওয়ানে পড়ালেখা করে। গত বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সে একই ক্লাসের বান্ধবীর বাড়িতে পড়া শুনার বিষয়ে আলোচনা করতে যায়। পথিমধ্যে একটি মুদি দোকান তার বাড়ির বাসিন্ধা সম্পর্কে চাচা হয়। সে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউপির ফুটারচর গ্রামের ইউনুছ আলীর পুত্র আনহার মিয়া (৩৫)। সে চকলেটের প্রলোভন দিয়ে তার দোকানে নিয়ে যায়। আমার শিশুটিকে নিয়ে ফাঁকা দোকান মুখে চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে দোকান ঘর বন্ধ করে পালিয়ে যায়।  ঘটনাটি জানতে পেরে বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকাবাসীর সহায়তায় লম্পট আনহার মিয়াকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ফোরকান আলী হোসেন বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় আনহার মিয়াকে গ্রেফতার দেখিয়ে হবিগঞ্জ জেল হাজতে প্রেরন করেন। এ ব্যাপারে ঐ গ্রামের বিভিন্ন নারী পুরুষের সাথে আলাপ কালে তারা জানান, আমাদের শিশু বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা দীর্ঘদিন ধর্য্য সহকারে শুনে আসছিলাম তার কু-কর্ম কথা। কিন্তু কোন প্রমান না থাকায় আমরা কোন ব্যবস্থা নিতে পারছিলাম না তার বিরুদ্ধে। কথায় আছে না- চোরের দশদিন গিরস্তের একদিন। এই লম্পটের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। সে আরো অনেক শিশুদের চকলেটের লোভ দেখিয়ে তার দোকান ঘরে নিয়ে অর্থ লগ্ন করে মোবাইল ফোনে বিভিন্ন অঙ্গভঙ্গির ছবি ও ভিডিও ধারন করে রাখে। ঐ সব শিশুরা তাদের ঘরে এসে মা- বাবাকে জানালে তারা প্রতিবাদ করতে চাইলেও করতে পারেন না, কারণ ঔ লম্পটের মোবাইল ফোনে তাদের মেয়েদের অর্থ লঙ্গ ছবি থাকার কারণে কেউ কোন প্রতিবাদ করতে পারেন নি। তারা ঐ লম্পটের ফাঁসির দাবী জানান। ঐ লম্পট আটকের ঘটনার খবরে বিভিন্ন এলাকার লোকজন তাকে এক নজর দেখার জন্য আটককৃত বাড়িতে সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত ভীড় জমান। পরে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া পেয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই মামলায় আনহার মিয়াকে গ্রেফতার করে শুক্রবর দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজন ম্যাজিস্ট্রেট শিশুর জবান বন্ধী গ্রহন করেছেন।

ভট্টা এখন আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রাম অঞ্চলে ভূট্টা চাষ করে সাবলম্বি হওয়ার স্বপ্ন দেখছেন অনেকেই। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা আউশকান্দি ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের ৩ যুবক মিলে ভূট্টা চাষাবাদ শুরু করেন। সোমবার (২৫ মার্চ) দুপুরে ভূট্টা ক্ষেত দেখতে গিয়ে ভূট্টা চাষী সিজিল মিয়ার সাথে কথা হয়।  তিনি জানান, তাদের এই নতুন উদ্দ্যোগ নেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ভূট্টা চাষে অল্প খরচ, এতে লাভও ভাল হয়। তাই আমরা এ চাষাবাদে করছি। আমরা মোট তিন জনে ৬ বিগা অন্যের জায়গা রংজমা নিয়ে নবীগঞ্জ কৃষি অফিসের সহযোগিতায় আজ আমরা এ পর্যন্ত সফলতার মূখ দেখছি। খোঁজ নিয়ে আরো জানাযায়, নবীগঞ্জের বিভিন্ন স্থানেই ভূট্টা চাষ করছেন অনেককেই।এবার চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। ভুট্টার বাম্পার ফলনের আশাবাদী কৃষকরা। অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে যথাসময়ে কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলন পাবে বলে বিজ্ঞ মহল ধারণা করছেন। ভালো ফলনের আশায় উপজেলার কৃষকেরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছে। কৃষকের পাশাপাশি বসে নেই কৃষি কর্মকর্তারাও।

 

হ্যাঁ ! আমরা যক্ষ্মা নর্মিূল করতে পারি ! এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগ নবীগঞ্জ ও সীমান্তকি নতুন দিন প্রকল্পের সহযোগীতায় ইউ এস এ আই ডি ও সোস্যাল মার্কেটিং কোম্পানীর অর্থায়নে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিাবর পরিকল্পনা কার্যালয়ের সন্মুখ হতে একটি বর্নাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে আবার নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিাবর পরিকল্পনা কার্যালয়ে উপস্থিত হয়। র‌্যালি পরবর্তী উপজেলা স্বাস্থ্য বিভাগের কনফারেন্স কক্ষে আলোচনা সভা সংঘঠিত হয়। উক্ত আলোচনা সভা ডিস্ট্রিক্ট টিম লিডার মো: আলমগীর হোসেন এর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুস সামাদ, ডা: চম্পক রায় সুমন-আর এম ও, পেডিয়াট্রিক কনসালটেন্ট, এম ও ডি সি, সিনিয়র ষ্ঠাফ নার্স, স্যানেটারী ইন্সপেক্টর, হীড বাংলাদেশের কে-অডিনেটর এবং নতুন দিন প্রকল্পের উপজেলা সুপারভাইজার মো: বেলাল হোসেন প্রমুখ।  এছাড়াও নতুন-দিন প্রকল্পের উদ্দোগে জেলার সকল উজেলায় বিশ^ যক্ষা দিবস উদযাপন করা হয়।

পবিত্র রমজান মাস ও ঈদকে সামনে রেখে নবীগঞ্জ ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের পাশে যাতে করে অবৈধভাবে গাড়ি পার্কিং না করতে হয় সে জন্য কড়া নজরধারীতে রাখা হয়েছে। পাশাপাশি ক্রেতা সাধারণ যেন নির্বিঘে কেনাকাটা করতে পারে সেদিকেও বিশেষ দৃষ্টি রাখা হয়েছে। শহরের যানজট নিরসনে ট্রাফিক পয়েন্ট, রাজাবাদ পয়েন্ট, তিমিরপুর পয়েন্টসহ জন গুরুত্বপূর্ণ এলাকায় কর্মরত ট্রাফিক সদস্যদেরকে সতর্কতার সাথে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে যাতে কোন জন-সাধারণ যানজটের জন্য অযথা ভোগান্তিতে না পড়তে হয়। এদিকে, সোমবার দুপুরে শহরে অবৈধভাবে চলাচল করার সময় ১টি ট্রাক্টর গাড়িকে আটক করেছে নবীগঞ্জ থানার ট্রাফিক পুলিশের কর্মরত এটিএসআই খলিলুর রহমান ও ট্রাফিক পুলিশ ইনজামুল হক। শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ট্রাফিক পুলিশের কর্মরত এটিএসআই মো: খলিলুর রহমান জানান, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস পি আক্তার হোসেনের দিকনির্দেশনায় ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলীর সহযোগিতায় আমরা বিশেষ অভিযান পরিচালনা করে ১টি ট্রাক্টর আটক করি। আটক ট্রাক্টরটির কোন প্রকার বৈধ কাগজ পত্র তারা দেখাতে পারেনি। তাছাড়া ট্রাক্টর শহরের ভিতরে চলাচল সম্পূর্ণরূপে অবৈধ। আটককৃত ট্রাক্টর টির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন পক্রিয়াধীন  রয়েছে।

নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যা মামলার আসামী শাফি আহমেদকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল শুক্রবার (১৭ মার্চ) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা থেকে শাফি আহমেদ (২৫)কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নির্দেশনায় এস আই রাজিব রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলো, রাজনগর প্রকাশিত অভয়নগর গ্রামের কুদরত আলীর পুত্র শাফি আহমেদ (২৫)। উল্লেখ্য যে, নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যাকান্ডে শাফি আহমদ সহ ১১ জনের নাম উল্লেখ করে নিহতের মা মাহফুজা সুলতানা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলাটি দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে পুলিশ থাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« May 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31