Login to your account

Username *
Password *
Remember Me
Sunday, 05 May 2024

আমার ভাই কবরে খুনি কেন বাহিরে এই স্লোগানকে সামনে রেখে এক বিশাল বিক্ষোভ  মিলিছ ও মানববন্ধন আয়োজন করা হয়। নবীগঞ্জ সরকারি কলেজের মেধাবী ছাত্র সৈয়দ রাইসুল হক তাহসিনের হত্যাকারীদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তির দাবীতে নবীগঞ্জ সরকারি কলেজের  ছাত্র- ছাত্রীদের আয়োজনে  কলেজ থেকে মিছিল শুরু করে নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শেরপুর রোডে এসে মানব বন্ধনে সবাই মিলিত হন। বুধবার দুপুরে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধনে নবীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী, তাহসিনের পরিবারের লোকজনসহ অসংখ্য সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তরা নিহত  তাহসিনের আসামীদের আগামী ৪৮ ঘন্টার বিতরে গ্রেফতারের দাবী জানান।  বক্তরা আগামী ৪৮ ঘন্টার বিতরে আসামীদের গ্রেফতার না করা হলে তারা তাদের আন্দোলন আরো জোরদার করব। উল্লেখ্য নবীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী তাহসিন হত্যাকান্ডে মান্না'কে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলো, জুয়েল, রিহাত, সাফি,রিমন, জাকির,লাদেন,সাজু,সাজ্জাত,রাতুল ও মওদুদ। অজ্ঞাত রাখা হয়েছে আরো ৪/৫ জনকে।নিহত তাহসিনের মা" মাহফুজা সুলতানা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন। 
 
নবীগঞ্জে মালিকানা জমিতে সবজি চাষে বাধা দিয়ে প্রাণে হত্যার হুমকি দিয়েছে জমির মালিকের সৎ ভাইয়েরা। এ ঘটনায় নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর  গ্রামের মৃত লতিব উল্লা এর পুত্র হাজী মোঃ আব্দুল মালিক ৪ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানাযায়,অভিযোগকারী আব্দুল মালিক একজন প্রবাসী।তিনি দীর্ঘদিন ধরে স্বপরিবার নিয়ে প্রবাসে বসবাস করে আসছেন। প্রবাসে থাকার সুবাদে আব্দুল মালিকের সৎ ভাই আব্দুল হামিদ ও আব্দুল খাছ বিভিন্ন ভাবে তার সম্পত্তি আত্মসাতে অপচেষ্টায় লিপ্ত রয়েছে।  তাদের অত্যাচারে তিনি পুরান বাড়ীর থাকার পর তার পাশে একটি নতুন বাড়ী তৈরী করি বসবাস করেন।  আব্দুল মালিক গত ২৯ ফেব্রুয়ারি তার মালিকানাধীন জমিতে চাষবাদ করার জন্য  জমির পাশে যান। তখন আব্দুল মালিকের সৎ ভাইয়েরা সবজি চাষ করতে বাঁধা প্রদান করে। তখন তিনি বলেন আমার জায়গায় সবজি চাষ করিতেছি আপনারা বাঁধা দেওয়ার  কে। এসময় আব্দুল হামিদ তার হাতে থাকা কোদাল দিয়া প্রাণে হত্যার উদ্দেশ্যে আঘাত করার জন্য এগিয়ে আসে। আব্দুল মালিকের শোর-চিৎকার শুনে আশ পাশের লোকজন এগিয়ে আসেন।  এসময়  তার সৎ ভাই আব্দুল হামিদ, আব্দুল খাছ ও আব্দুল হামিদের ছেলে মোঃ মুন্না, মোঃ ফাহিম প্রাণে হত্যার হুমকি প্রদান করে। এছাড়া আব্দুল মালিকের পিতার নামীয় পুকুর থেকে তারা জোর পূর্বক মাছ মেরে নিয়ে যায়। তিনি মাছ ধরতে গেলে বিবাদীগণ তাকে প্রাণে হত্যার হুমকি ধামকি প্রদান করে।

সিউল মেট্রোপলিটন গভর্নমেন্ট ও ইউনিভার্সিটি অব সিউলের ২০২৪ সনের গ্লোবাল আরবান লিডার প্রোগ্রামে চুড়ান্তভাবে নির্বাচিত হয়ে কোরীয়া গেছেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। ২০২৪ সনের উক্ত প্রোগ্রামের জন্য প”থিবীর ২৭ টি দেশের পাবলিক অফিসিয়াল তাদের আবেদন দাখিল করেন। দাখিলকৃত আবেদন, প্রি প্রজেক্ট কনসেপ্ট পেপার পর্যালোচনা, জুম এপস এর মাধ্যমে ইন্টারভিউ শেষে মোট ১০ জন পাবলিক অফিসিয়ালকে উক্ত প্রোগ্রামের জন্য চুড়ান্তভাবে মনোনয়ন প্রদান করা হয়। মোট পাচ মাসের এ গ্লোবাল প্রোগ্রামটিতে নির্বাচিত ১০ জন পাবলিক অফিসিয়ালকে সিউলের বেষ্ট আরবান প্রাকটিসগুলো সম্পর্কে ধারনা দেয়া হবে। মূলত: এ প্রোগ্রামে তাত্বিক বিষয়গুলোর পাশাপাশি ব্যবহারিক ও ফিল্ড ভিজিটকে গুরুত্ব দেয়া হবে। হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা যে প্রি কনসেপ্ট পেপার দাখিল করেন তা হলো, ”বাংলাদেশের আরবান প্লাষ্টিক বর্জ্য ব্যব¯’ানা- এ কেস ষ্টাডি অব হবিগঞ্জ পৌরসভা। মূলত: তিনি উক্ত প্রোগ্রামে হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যব¯’াপনার উপর জ্ঞানভিত্তিক গবেষনা কার্যক্রম পরিচালনা করবেন। হবিগঞ্জ পৌরসভার তার কনসেপ্ট পেপার সফল হলে পর্যায়ক্রমে বাংলাদেশের সবগুলো পৌরসভায় তা’ বাস্তবায়ন করা যাবে মর্মে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, ইতোপূর্বে তিনি ২০০৯ সালে কোরিয়া বিশ^বিদ্যালয় হতে ‘মাষ্টার্স অব পাবলিক এডমিনিস্ট্রেশন অন মিউনিসিপ্যাল এন্ড লোকাল এডমিনিস্ট্রেশন’ ডিগ্রী অর্জন করেন। তিনি মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর সিলেট অঞ্চলের পৌরসভাগুলোর দুর্যোগ ঝুকি মোকাবেলা ও সিটিওয়াইজ ইনকুসিভ স্যানিটেশন কার্যক্রমের মাষ্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় গতকাল রবিবার (৩ মার্চ) সকালে ইট ভর্তি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে ২ জন সিএনজি যাত্রী নিহত, অপর ২ জন আহত এবং ৩টি শিশু বাচ্চা অক্ষত রয়েছে। স্থানীয় জনতা দুর্ঘটনার খবর পেয়ে প্রায় ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে শেরপুর হাইওয়ে পুলিশ এবং নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে এবং নিহতদের মরদেহ সিএনজিসহ থানায় নেয়া হয়েছে। হতাহতদের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার চরকাটখাল গ্রামে।সুত্রে জানা যায়, উল্লেখিত গ্রামের সাহেদ আলীর ছেলে আব্দুল হাকিম শিশু বাচ্চাসহ পরিবারের ৭ জন সদস্যদের নিয়ে মৌলভীবাজার বরাক গ্রামের ভাড়াটিয়া বাসা থেকে সকাল সাড়ে ৯ টার দিকে নিজ বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার চরকাটখাল গ্রামে যাওয়ার জন্য একটি সিএনজি মৌলভীবাজার থ (১৩-৩৫২০) যোগে রওনা দেন। বেলা সাড়ে ১২ টার দিকে সিএনজিটি আউশকান্দি রহমান কমিউনিটি সেন্টারের নিকটস্থ স্থানে পৌছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ইট বোঝাই ট্রাক ঢাকা মেট্রো ড (১১-৩৩২৭) এর ধাক্কায় ঘটনাস্থলে মৃত সাহেদ আলীর পুত্র আব্দুল হাকিম (৬০) ও আব্দুল আলীর স্ত্রী মুরচান বিবি (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা তাদের উদ্ধার করে মহা সড়কে যানচলাচল প্রায় ১ঘন্টা বন্ধ করে বিক্ষোভ করেন।
হাইওয়ে থানা ও নবীগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে লাশ উদ্ধার করে সিএনজি অটোরিক্সাসহ থানায় নিয়ে যান। তবে, ঘাতক ট্রাকটি সিএনজি অটোরিক্সা রিক্সাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সাথে সাথে স্থানীয় লোকজন ট্রাকের পিছু নিয়ে জালালপুর নামক স্থানে ট্রাকটিকে আটক করা হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত সিএনজি চালকের কোন খবর পাওয়া যায় নি। অপর আহত নিহত আব্দুল হাকিম মিয়ার পুত্র রাসেল মিয়া (১৬) ও মুরচান বিবির ভাই এর ছেলে রাহুল মিয়া (৯)। তবে সিএনজিতে থাকা ৩জন শিশু বাচ্চা অক্ষত অবস্থায় রয়েছে।নিহতদের পরিচয় নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল দেব।

 

 

নবীগঞ্জ উপজেলায় কলেজ ছাত্র সৈয়দ রাইসুল হক তাহসিন (১৮) হত্যার ঘটনার ৫ দিনের মাথায় ১১ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ৪-৫ জনকে। গতকাল রোববার রাতে নিহত সৈয়দ রাইসুল হক তাহসিনের মা মুড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী- শিক্ষাকা মাহফুজা সুলতানা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলো- নবীগঞ্জ শহরের ওসমানী রোডের হেবলু মিয়ার ছেলে মান্না মিয়া (২০), আলাউর মিয়ার ছেলে জুয়েল মিয়া (২১), আনমনু গ্রামের রুমন মিয়ার ছেলে রিহাত মিয়া (২১), রাজাবাদ গ্রামের কুদরত আলীর ছেলে শাফি মিয়া (২০), গন্ধ্যা গ্রামের লেবু মিয়ার ছেলে রিমন মিয়া (২২), নিজ চৌকি গ্রামের হাকিম মিয়ার ছেলে জাকির মিয়া (২০), মাইজগাঁও গ্রামের আব্দুল গনির ছেলে লাদেন মিয়া (২০), দত্তগ্রামের আব্দুল হাফিজের ছেলে সাজু মিয়া (২৫), গন্ধ্যা গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে সাজ্জাত মিয়া (২৪), মিল্লিক গ্রামের মন্নান মিয়ার ছেলে রাতুল মিয়া (২৩), বানিয়াচং উপজেলার কালাইনজুরা গ্রামের মৃত আরজদ উল্লাহর ছেলে মওদুদ আহমেদ (৪০)। মামলার এজাহার সূত্রে জানা যায়- সৈয়দ রাইসুল হক তাহসিন (১৮) নবীগঞ্জ সরকারি কলেজের এইচ.এস.সি ২য় বর্ষে শিক্ষার্থী। সাক্ষী নিহাল আহমেদ মাহি তাহসিনের খালাতো ভাই ও সহপাঠি। আসামীদের কয়েকজন নবীগঞ্জ সরকারি কলেজের ছাত্র। অন্যরা লেখাপড়া করে না। তবে আসামীদের সহপাঠি হিসাবে তারা এক সাথে চলাফেরা করে। আসামী মান্নাসহ অন্যরা তাহসিনকে তাদের সাথে চলাফেরা করার জন্য বলে। কিন্তু আসামীদের চালচলন, কথাবার্তা ও আচরণ উশৃংখল প্রকৃতির দেখে তাহসিন তাদেরকে এড়িয়ে চলে। এজন্য আসামীরা তাহসিনের উপর ক্ষিপ্ত হয়। তাহসিন গত ২৭ ফেব্রুয়ারী সকালে বাসা থেকে বের হয়ে এইচ.এস.সি নির্বাচনী পরীক্ষা দেওয়ার জন্য কলেজে যায়। নির্বাচনী পরীক্ষা চলাকালীন আসামীদের মধ্যে কয়েকজন তাহসিনের পরীক্ষার খাতা দেখানোর জন্য অনুরোধ করে। কিন্তু তাহসিন তার পরীক্ষা ভাল করার জন্য তাদের কথায় খাতা দেখায়নি। পরীক্ষার পর কলেজের সামনে মাঠে মান্না, জুয়েল, রিহাত ও রাতুল পরীক্ষার হলে খাতা না দেখানোর কারণে তাহসিনকে অপমান করে। এক পর্যায়ে তারা তাহসিনের মুখে ও শরীরে থুথু নিক্ষেপ করে। তাহসিন প্রতিবাদ করলে মান্নাসহ অন্যদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে কলেজের সিনিয়র ছাত্রদের হস্তক্ষেপে তাহসিন কলেজ ত্যাগ করে বাসায় চলে আসে। বিকেলে তাহসিন মাহিকে নিয়ে চা খাওয়ার জন্য নবীগঞ্জ শহরে রাজা কমপ্লেক্স নামক মার্কেটের পিছনে একটি চায়ের দোকানে চা খেতে যায়। চা খাওয়া অবস্থায় আসামী মান্নাসহ অন্যরা তাহসিনকে লক্ষ্য করে গালি-গালাজ করে। পরে তাহসিনকে মারপিট করার জন্য উদ্যেত হয় তারা। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে সরিয়ে দেয়। পরে তাহসিন মাহিকে নিয়ে নবীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত বই মেলা দেখার জন্য পৌরসভা প্রাঙ্গণে যায়। রাত ৯টায় বইমেলা থেকে ফেরার পথিমধ্যে তাহসিন ও মাহি ওসমানী রোডস্থ চৌদ্দ হাজারী মার্কেটের সামনের পৌছামাত্রই মান্নাসহ অন্যসকল আসামীরা দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র, দা, লাঠি, লোহার রড, পাইপ, চাকু ছুরিসহকারে তাহসিন ও মাহির উপর হামলা করে। এ সময় তাহসিনকে সারা শরীরে আঘাত করে পেটে ছুরিকাঘাত করা হয়। এ সময় তাহসিনকে বাঁচাতে এগিয়ে গেলে মাহিকেও বেধরকভাবে মারধোর করা হয়। পরে স্থানীয় লোকজন তাহসিন ও মাহিকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাহসিন মারা যায়। পরে বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে তাহসিনের গ্রামের বাড়িতের দাফন সম্পন্ন হয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন- তাহসিনের মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে, আমরা মামলা রুজু করে গুরুত্বসহকারে বিষয়টি দেখছি, আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

নবীগঞ্জ শহরে সন্ধ্যায় প্রকাশ্যে এক গৃহবধুকে অপহরনের চেষ্টা ব্যর্থ হয়েছে। এ সময় স্থানীয় জনতা অপহরণের চেষ্টাকারী দুরুদ মিয়াকে ছোরাসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে। নামে এক যুবক। আটককৃত দুরুদ মিয়া উপজেলার ছোট সাকুয়া গ্রামের জিতু মিয়ার ছেলে।স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট সাকুয়া গ্রামের জিতু মিয়ার ছেলে দুরুদ মিয়া কয়েক বছর আগে বিয়ে করেন নবীগঞ্জ সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের আয়াত আলীর মেয়ে জাইরুন বেগমকে। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। বিভিন্ন কারণে জাইরুন বেগম বছর খানেক পুর্বে নোটারী পাবলিকের মাধ্যমে দুরুদ মিয়াকে তালাক প্রদান করে। এক পর্যায়ে উভয়ের পরিবার ও মুরুব্বীয়ান কাজীর মাধ্যমে তালাক রেজিষ্ট্রার সম্পন্ন করেন। পরবর্তীতে দুরুদ তালাকপ্রাপ্ত স্ত্রী জাইরুন বেগমকে নেয়ার জন্য চেষ্টা চালায়। এতে জাইরুন রাজি না হয়নি। এ নিয়ে একাধিক শালিস করে মুরুব্বীয়ানরা জাইরুনও পরিবারকে হুমকী প্রদান থেকে বিরত থাকার জন্য দুরুদকে বলেণ দেয়া হয়।জাইরুনের পরিবারের অভিযোগ, গতকাল শুক্রবার সন্ধ্যায় জাইরুন বেগমের মেয়ে অসুস্থ মেয়েকে বোন সুহেনা বেগম, খালেদা বেগম ওসমানী রোডে ডাক্তারের নিকট নিয়ে আসে। চিকিৎসা শেষে রিক্সার জন্য তারা অপেক্ষা করছিল। এ সময় একটি দুরুদ মিয়া সহযোগিদের নিয়ে একটি মিশুক থেকে জাইরুনের মেয়েসহ সুহেনা বেগমকে অপহরণ করার চেষ্টা চালায়। এ সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুরুদ মিয়াকে আটক করে। এ সময় তার নিকট থেকে একটি ছোরা উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দুরুদকে আটক করে থানায় নিয়ে যায়।

  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« May 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31