Login to your account

Username *
Password *
Remember Me
Thursday, 02 May 2024

Saturday, 24 June 2023

ইউনিয়নের নাদামপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, যুক্তরাজ্য কমিউনিটি লিডার, আলহাজ্ব মোঃ নজির মিয়া, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাউসা ইউনিয়নের আপামর জনসাধারণ, নবীগঞ্জ উপজেলাবাসী, দেশ ও বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আযহার অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বছরে মুসলমানদের বড় দুটি উৎসবের মধ্যে একটি হচ্ছে কুরবানির ঈদ। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমরা ইসলামের নির্দেশিত পথে কোরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন। পবিত্র ঈদুল আযহা সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে গড়ে উঠুক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত হোক কামনা করি। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে সবার জীবনে শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল আযহা। আমার প্রাণপ্রিয় বাউসা ইউনিয়নের আপামর জনসাধারণ, নবীগঞ্জ উপজেলাবাসী, দেশ ও বিদেশে অবস্থানরত সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

Published in News
নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাধাপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, যুক্তরাজ্য কমিউনিটি লিডার, নিউক্যাসল চেম্বার অফ কমার্স অফ ইন্ডাস্ট্রিটির সভাপতি ও নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টের চেয়ারম্যান মাহতাব মিয়া ।পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নবীগঞ্জ উপজেলার আপামর জনসাধারণসহ, দেশ বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আযহার অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রতি বছরে মুসলমানদের বড় দুটি উৎসবের মধ্যে একটি হচ্ছে  ঈদুল আযহা বা কুরবানির ঈদ। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমরা ইসলামের নির্দেশিত পথে কোরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন। সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে গড়ে উঠুক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের সেতু-বন্ধন। সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত হোক কামনা করি। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে সবার জীবনে শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল আযহা। আমার জন্মস্থানের আপামর জনসাধারণ, নবীগঞ্জ উপজেলাবাসী, দেশ ও বিদেশে অবস্থানরত সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
 
 
 
 
Published in News

আর মাত্র কয়েকদিন তারপর মুসলিম উম্মার দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আজহা। কোরবানির ঈদকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলাজুড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর,জনতার বাজার, ইনাতগঞ্জ, সৈয়দপুর বাজার, নতুন বাজার,আউশকান্দি,সৈয়দপুর, কাজির-বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে বসতে শুরু করছে পশুর হাটগুলো। হাটগুলো ক্রেতাদের পদ চারণায় সরগরম থাকলেও দাম সাধ্যের বাইরে থাকায় অনেক ক্রেতাই দাম কমার অপেক্ষা করছেন। তবে, দুই একদিনের মধ্যে ক্রেতারা কোরবানির পশু কিনতে শুরু করবেন বলে বলে মনে করছেন হাটে পশু বিক্রি করতে আসা ব্যবসায়ীরা।সরেজমিনে নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুরে পশুর হাটে ঘুরে কথা হয় ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। অন্যান্য বছরের তুলনায় দাম কিছুটা বেশি মনে করছেন এ হাটে আসা ক্রেতারা। লোক সমাগম অনেক হলেও বেচা বিক্রি জমে উঠেনি বলে জানালেন একাধিক বিক্রেতা। ঈদ যত কাছে আসছে পশুর হাটের ভিড় ও আস্তে আস্তে বেড়েই চলছে। শেষ মুহুর্তে আরো বেশি ভিড় বাড়বে এবং রাতব্যাপী পর্যন্ত বেচা কেনা চলবে বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতা ও গরুর বাজার কর্তৃপক্ষ। অন্যদিকে বাজারগুলোতে জাল টাকা শনাক্তকরণে কোনো যন্ত্র না থাকায় ক্রেতা-বিক্রেতার ক্ষোভ প্রকাশ করেছে।সরেজমিনে বিভিন্ন পশুর হাট-ঘুরে দেখা যায়, সম্পূর্ণ হাট ছিল গরু, ছাগলসহ বিভিন্ন পশুতে পরিপূর্ণ। তবে দাম বেশি থাকায় মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষকে হিমশিম খেতে দেখা গেছে। তবে অন্য বছরের তুলনায় দাম একটু বেশি। অনেক ক্রেতাদের কোরবানির পশু না কিনে খালি হাতে ফিরে যেতে হয়েছে। তবে আরো কয়েক দিন অপেক্ষা করে কোরবানির পশু কিনবেন বলে জানিয়েছেন অনেকে। বাজারে দাম বেশি থাকায় অনেক বিক্রেতাকে ও তাদের আমদানিকৃত গরু বিক্রি না করে ফিরিয়ে নিয়ে যেতে হয়েছে। এদিকে, ডিজিটাল তথ্য প্রযুক্তি ছোঁয়ায় আরো একধাপ এগিয়ে জমে উঠেছে পশুর হাট। অনেকেই স্মার্ট ফোনে ফোর-জি, থ্রি জি নেটওয়ার্কের আওতায় ইমো, স্কাইপিসহ বিভিন্ন অ্যাপ এর মাধ্যমে ভিডিও কলে বিদেশে অথবা বাড়িতে থাকা লোকজনকে গরু দেখাচ্ছেন এবং তারা ভিডিও কলে গরু দেখে দেখে পছন্দ করছেন কোনটা কিনবেন। এ ছাড়াও অনেকেই গরুর ছবি তুলে হোয়াটস আপের মাধ্যমে তাদের স্বজনদের শেয়ার করছেন। নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া জানান, দেশীয় গরু কিনতে বাজারে এসেছি, বাজারে দাম খুব বেশি তাই কোরবানির গরু কিনতে হিমশিম খাচ্ছি। আগামী বাজারে দাম আরো কমতে পারে বলে মনে করেন তিনি। সালামতপুর বাজারে এক গরু বিক্রেতা জানান, দীর্ঘদিন ধরে গরু লালন-পালন করেছি লাভের আশায়, যদি ভারতীয় গরু বাজারে না আসে তাহলে আমাদের দেশীয় গরুগুলো ন্যায্য মূল্য পাবো বলে আশাবাদী।

Published in Local News

নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে লেবু খা (৫২) নামের এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের পূর্ব পাশের বনের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।লেবু খা কালিয়ারভাঙ্গা গ্রামের মৃত হরমুছ খায়ের পুত্র।পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার সকালে লেবু খা ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে স্থানীয় লোকজন লেবু খা কে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ূম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে নবীগঞ্জ থানার এসআই মোঃ আব্দুল ওয়ারেছ স্থানীয় লোকদের সহায়তায় লাশ নামিয়ে মৃত দেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে। লেবু খা ৩/৪ মাস যাবৎ মানসিক রোগে ভুগছিলেন বলে স্থানীয়রা জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ূম।

Published in Local News
  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« June 2023 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30